Home Third Lead হালদার জীববৈচিত্র্য রক্ষায় ব্যাপক অভিযান

হালদার জীববৈচিত্র্য রক্ষায় ব্যাপক অভিযান

হালদা নারায়নহাটের কাছে। ছবি: সংগৃহীত

 

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদায়  মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় ব্যাপক অভিযান শুরু করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। শনিবার রাতের অভিযানে ১টি ঘেরা জালসহ মোট ২ হাজার মিটার জাল জব্দ হয়েছ।

উত্তর মাদার্শা অংশের আমতুয়া পয়েন্ট থেকে ২টি ও রামদাশহাট মুন্সিরহাট সুইসগেটের কাছ থেকে ১টি ঘেরা জাল জব্দ করা হয়। শনিবার রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত এই পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কয়েকটি স্থানে তৎপরতা চালিয়ে উল্লিখিত দুটি পয়েন্টের জাল উদ্ধার করা হয়।  ইউএনও মো. শাহিদুল আলম জানান, হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় প্রায় প্রতিদিনই হালদার বিভিন্ন পয়েন্টে উপজেলা প্রশাসনের অভিযান কিংবা নজরদারি রয়েছে। এ ধারা অব্যাহত থাকবে।