বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: বিশিষ্ট শিপিং ব্যবসায়ী, চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি, সমাজসেবক, দানবীর হাসান মাহমুদ চৌধুরীর নামাজে জানাজা সোমবার ২৮ সেপ্টেম্বর বাদ এশা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়।
রাজধানী প্রবাসী চট্টগ্রামের বিভিন্ন স্তরের লোকজন ছাড়াও রাজনৈতিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন। চট্টগ্রাম থেকেও অনেকে এসেছেনেএবং জানাজায় শরিক হন। সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, ডাচ-বাংলা চেম্বারের সভাপতি শওকত আফসার, বাংলাদেশ শিপহ্যান্ডলিং এন্ড বার্থ অপারেটরস এসোসিয়েশনের চেয়ারম্যান এ কে এম শামসুজ্জামান ( রাসেল ), রাঙ্গুনিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত, চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির ইঞ্জিনিয়ার মো. ইসমাইল, এনামুল হাসান প্রমুখ অংশ নেন। জানাজাশেষে মিরপুরে দাফন সম্পন্ন হয়েছে।
হাসান মাহমুদ সোমবার দুপুর ১২ টা ১০ মিনিটে আনোয়ার খান মেডিক্যাল হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বয়স হয়েছিল ৬০ । তিনি স্ত্রী, ৩ পুত্র এবং ১ কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আগস্টের শেষ সপ্তাহে বাসা বাঁধে কাশেম-নুর ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান হাসান জচৌধুরীর শরীরে। সিটি কর্পোরেশনের সেবকদের ইউনিফর্মের জন্য ২০ লাখ টাকা অনুদান হস্তান্তরসহ আরও বেশকিছু সেবামূলক কার্যক্রমে গিয়েছিলেন চট্টগ্রামে। পারিবারিক সূত্র জানায়, সে সময়ে তাঁর শরীরে করোনা ঘাপটি মেরে সুপ্ত অবস্থায় ছিল। লক্ষণ প্রকাশ পেতে ফিরে আসেন রাজধানীতে। করোনা পজেটিভ হওয়ার পর কয়েকদিন বাসায় থেকে চিকিৎসা নেয়ার পর অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় আনোয়ার খান মেডিক্যালে। সেখানে গত সপ্তাহে করোনা নেগেটিভ আসে। এরপরই তিনি হৃদরোগে আক্রান্ত হন। তারপর থেকে ছিলেন আইসিইউতে।
দানবীর হাসান মাহমুদ চৌধুরীর মৃত্যু সংবাদে হাসপাতালে ছুটে এসেছেন আত্মীয়-স্বজন এবং বন্ধুরা। চান্দগাঁও আবাসিক এলাকা থেকেও এসেছেন অনেকে। তারা মরদেহ চট্টগ্রামে নিয়ে যাওয়ার দাবি জানিয়েছিলেন।
তবে, হাসান মাহমুদের অছিয়ত করে গেছেন রাজধানীতে জানাজা ও দাফনের জন্য। তাই এখানে সবকিছু সম্পন্ন হয়েছে।
হাসান মাহমুদ চৌধুরী সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ বাবলুর অনুজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিজ্ঞান বিষয়ে সম্মানসহ মাস্টার্স করেন। তিনি কে এন হারবার কনর্সোটিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহি। কে এন এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ইন্টারন্যাশনাল শিপিং কর্পোরেশনের স্বত্ত্বাধিকারী এবং কাশেম নুর ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান।
বাংলাদেশ মাস্টার স্টিভিডোরস এসোসিয়েশন-এর প্রাক্তন ভাইস চেয়ারম্যান। ডাচ-বাংলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ ভারত চেম্বারের সাবেক পরিচালক, এবং চিটাগাং ক্লাব, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির জীবন সদস্য।