বিজনেসটুডে২৪ ডেস্ক
ভারতে হিজাব নিয়ে চলছে বিতর্ক। কর্নাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা যাবে কিনা তা নিয়ে হাইকোর্টে মামলা চলছে। এমন অবস্থার মধ্যে হিজাব বিতর্কের আঁচ লাগল মধ্যপ্রদেশেও। সেখানকার একটি কলেজে মেয়েদের হিজাব পরা নিষিদ্ধ করে দেয়া হয়েছে।
মধ্যপ্রদেশের দাতিয়া জেলার এক সরকারি কলেজে হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের মহিলা মোর্চা ‘দুর্গা বাহিনী’ সেখানে হিজাবের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে সরব হয়েছিল। মূলত তাদের আন্দোলনের চাপেই হিজাব নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বলে খবর।
কলেজ ক্যাম্পাসে মুসলমান মেয়েরা হিজাব পরে আসতে পারবে না, এমনটাই দাবি ‘দুর্গা বাহিনী’র। ওই কলেজের অধ্যক্ষ ডিআর রাহুল জানিয়েছেন, ছাত্রীদের কলেজে কোনও নির্দিষ্ট ধর্ম-সম্প্রদায়ের পোশাক পরে আসতে নিষেধ করা হয়েছে। সেটা মুসলিমদের হিজাব হোক বা অন্য কোনও সম্প্রদায়ের পোশাক।
সোমবার মধ্যপ্রদেশের ওই কলেজে দুজন ছাত্রী হিজাব পরে ক্লাসরুমে ঢোকেন। কিন্তু তাদের আসার পরেই ‘দুর্গা বাহিনী’ বিক্ষোভ আন্দোলনের মাত্রা বাড়িয়ে দেয়। এমনকি তারা কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে। কলেজের শান্তি বজায় রাখতে এরপর হিজাব নিষিদ্ধ করে দেওয়া হয়।
মধ্যপ্রদেশ সরকার অবশ্য বলছে তাদের রাজ্যে হিজাব বিতর্ক নেই। যেখানে এই ঘটনা ঘটেছে সেই কলেজের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।