Home আন্তর্জাতিক হিজাব বিতর্ক এবার মধ্যপ্রদেশে

হিজাব বিতর্ক এবার মধ্যপ্রদেশে

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

ভারতে হিজাব বিতর্ক গিয়ে পৌঁছেছে মধ্যপ্রদেশে। স্কুল, কলেজে হিজাব নিষিদ্ধ করতে অভিন্ন পোশাক বিধি এবং শৃঙ্খলার দোহাই দিয়েছেন মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। পাশাপাশি, হিজাব নিয়ে বিতর্ক শুরু হয়েছে পুদুচেরিতেও।

জানুয়ারিতে কর্ণাটকের উদুপির একটি কলেজে হিজাব পরা পড়ুয়াদের ক্লাস করতে না দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। হিজাব বাতিলের দাবিতে পথে নামে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন। বিতর্কের মাঝে কর্ণাটকে তিনদিন সমস্ত স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী।

এদিকে বুধবার কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে হাইকোর্ট কী রায় দেয় সেদিকে তাকিয়ে ছিল দেশটির রাজ্য সরকার৷ তবে বিচারপতি সিঙ্গেল বেঞ্চ বিতর্কিত মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। তিনি কোনো অন্তর্বর্তী নির্দেশও দিতে চাননি৷

জানিয়েছেন, অন্তর্বর্তী নির্দেশের ব্যাপারে বৃহত্তর বেঞ্চ যা সিদ্ধান্ত নেওয়ার নেবে৷ প্রতিবেদনে বলা হয়, কর্ণাটকের উদুপি জেলায় এক সরকারি কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ইউনিফর্ম-সংক্রান্ত কিছু বিধিনিয়ম জারি করে। সেখানে বলা হয়, হিজাব পরে কোনো ছাত্রী ক্লাস করতে পারবে না। কারণ, তা বৈষম্য সৃষ্টিকারী। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, ছাত্রীরা ‘স্কার্ফ’ পরতে পারবে। স্কার্ফের রং হতে হবে ওড়নার রঙের সঙ্গে মানানসই।

পরে ওই কলেজের মুসলিম ছাত্রীরা এই নিয়মের প্রতিবাদ জানায়। তাদের দাবি, এত দিন ধরে লেখাপড়ার মাঝে হিজাব কোনো সমস্যা সৃষ্টি করেনি। প্রতিবন্ধকতাও নয়। আচমকাই এই বিধিনিষেধ।