সোহেল রানা, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে সনাতন ধর্মালম্বী এক শিক্ষকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হিজাব নিয়ে গুঁজব ছড়িয়ে সাম্প্রদায়িক হাঙ্গামা সৃষ্টির অপচেষ্টা চালানোর অভিযোগে চক্রের মূলহোতাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে তাদের নওগাঁ কোর্টে প্রেরণ করা হয়েছে। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের লাইব্রেরী পট্টি ও কুশারসেন্টার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ। তিনি জানান, দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমোদিনী পাল বাদী হয়ে থানায় মামলা করলে উপজেলা সদরের বাসিন্দা মৃত কাজী দেলোয়ার হোসেনের ছেলে কিউএম সাঈদ টিটো (৫৫) ও কুশারসেন্টার পাড়া এলাকার বাসিন্দা কাজী ময়েন উদ্দিনের ছেলে কাজী সামছুজ্জোহা মিলনকে (৪৫) আটক করে থানা পুলিশ। মামলার অন্য আসামীরা হলেন ওই স্কুলের প্রধান শিক্ষক ধরণী কান্ত বর্মণ, সভাপতি মাহমুদুল হাসান সুমন ও জেলার পোরশা উপজেলার গহেরপুর গ্রামের বাসিন্দা সালাউদ্দিন আহমেদ। অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামী করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই শামিনুল ইসলাম জানান, অভিযান অব্যাহত রয়েছে। পলাতক থাকায় অন্য আসামীদের গ্রেপ্তার কারা সম্ভব হয়নি।
নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া জানান, জড়িতদের আনইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।
মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন জানান, নির্ধারিত পোশাক (স্কুল ড্রেস) পরে না আসার কারণে দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষক কয়েকজন ছাত্র-ছাত্রীকে শাসন করার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করা হয় হিজাব পরার শাস্তি হিসেবে। কথিত হিজাব বিতর্কের অন্তরালে রয়েছে স্কুল ম্যানেজিং কমিটি দ্বন্দ্ব ও অনিয়ম-দুর্নীতি। এদিকে ধর্মীয় ইস্যুতে গুজব ছড়ানো ওই চক্রের দৃষ্টাতমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।