Home Third Lead হিমাগারে ভাড়া বৃদ্ধি , রাস্তায় আলু ছিটিয়ে প্রতিবাদ

হিমাগারে ভাড়া বৃদ্ধি , রাস্তায় আলু ছিটিয়ে প্রতিবাদ

হিমাগারে ভাড়া বৃ্দ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ছিটিয়ে প্রতিবাদ।

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ( দিনাজপুর): এখানে হিমাগারগুলো আলু সংরক্ষণের ভাড়া দ্বিগুণ করেছে। আগে ছিল প্রতিকেজিতে ৪ টাকা, তা এখন করা হয়েছে ৮ টাকা। দ্বিগুণ ভাড়ার প্রতিবাদে সমাবেশ ও মহাসড়ক অবরোধ করেছে আলু চাষী ও আলু ব্যবসায়ী সমিতি লিঃ।

বৃহস্পতিবার সকাল ১০ সাড়ে ১০ দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পৌর শহরের বিজয় চত্বরে এ বিক্ষোভ সমাবেশ হয়। ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। এতে ওই মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরবর্তী সময়ে কৃষকেরা চলে গেলে আবারও যান চলাচল স্বাভাবিক হয়। এসময় কৃষক বাঁচাও, দেশ বাঁচাও এই স্লোগানে চাষিরা ৭দিনের মধ্যে সমাধান না হলে মহাসড়ক আবারও অবরোধের হুমকি দেন।

আলু চাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল খালেক বলেন, সিন্ডিকেট করে হিমাগারে আলু রাখার ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে। যা আলু ব্যবসায়ী ও চাষিদের জন্য অমানবিক। বিদ্যুৎ বিলের অযৌক্তিক অজুহাতে এ উপজেলায় ৪ টি হিমাগারে অন্যায়ভাবে আলু রাখার ভাড়া বৃদ্ধি করা হয়েছে। হিমাগারে চাষিদের বস্তা প্রতি ভাড়া কমানোর জন্য সংশ্লিষ্ট মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি।

বীরগঞ্জ উপজেলা আলু চাষী ও আলু ব্যবসায়ী সমিতি লিঃ আয়োজনে আলু চাষী ও আলু ব্যবসায়ী সমিতি লিঃ এর সভাপতি আব্দুল মালেক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ধলু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী প্রতিনিধি জেমিয়ন রায় ও আল আমিন, আলু চাষী ও আলু ব্যবসায়ী সমিতি লিঃ এর সহ সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হরি সুন্দর রায়, ইরফান আলী, আলহাজ্ব লুৎফর রহমান, এনামুল হক, আনারুল, সাইফুল ইসলাম।

শাহী হিমাগার লিঃ (৪) শীতলাই এর ম্যানেজার মোঃ আরজু রহমান হিরু বলেন, বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের নির্দেশে এবার প্রতি কেজি ৮ টাকা করা হয়েছে। গত বছর ৭ টাকা প্রতি কেজি আলু নির্ধারণ ছিল। বর্তমানে সব কিছুর দাম বৃদ্ধি যেমন বিদ্যুৎ, শ্রমিক লেবারসহ সব কিছুরই দাম বেশি। আন্দোলনকারীরা বলছেন আমরা নাকি প্রতি কেজি দ্বিগুণ ভাড়া বৃদ্ধি করেছি। কিন্তু আমরা গতবছর ৭ টাকা হারে আদায় করেছি। এ বছর ৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এসে তিনি বলেন, হিমাগার ভাড়া কমানোর বিষয়ে জেলা প্রশাসককে জানানো হয়েছে। এ বিষয় টি কেন্দ্রীয়ভাবে সমাধানের চেষ্টা করা হবে। তা না হলে স্থানীয়ভাবে হিমাগার মালিক, চাষী ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় করে সমাধানের চেষ্টা করা হবে।