Home সারাদেশ হিলিতে আউশ চাষীদের মাঝে সার-বীজ বিতরণ

হিলিতে আউশ চাষীদের মাঝে সার-বীজ বিতরণ

হিলি সংবাদদাতা

২০২১-২২ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ প্রনোদনা কর্মসূচির আওতায় দিনাজপুরের হিলি-হাকিমপুর পৌরসভা এলাকা ও ৩ টি ইউনিয়নের ২২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসানিয়ক সার, ভ্যানগাড়ী, বীজ রাখার পাত্র, ললিত পাম্প, ঘাঘরী বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষন হলরুমে উপজেলা কৃষি অফিসার ড.মমতাজ সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর অঞ্চল অতিরিক্ত পরিচালক কৃষিবিদ প্রদীপ কুমার গুহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, জেলা প্রশিক্ষক অফিসার কৃষিবিদ এস এম আবু বকর সাইফুল ইসলাম,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আরজেনা বেগম।
২২০ জন কৃষককে ৫ কেজি বীজ,২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার এবং ৩০ জন কৃষকের মাঝে ভ্যানগাড়ী,বীজ রাখার পাত্র,ললিত পাম্প,ঘাঘরী বিতরণ করা হয়েছে।

সরিষার প্রদর্শনীয় মাঠ দিবস অনুষ্ঠিত

হিলিতে ২০২১-২২ অর্থবছরে কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল,তেল ও মশলা বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ ৩য় পর্যায়ে প্রকল্পের আওতায় এসএমই সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ এপ্রিল সোমবার দুপুরে হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের হাঁতিশো নামক এলাকায় স্থানীয়দের কৃষকদের অংশগ্রহণে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার ড.মমতাজ সুলতানার সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ প্রদীব কুমার গুহ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ এস এম আবু বক্কন সাইফুল ইসলাম।

এছাড়াও মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার আরজেনা বেগম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ মাহিবুর রহমান,ব্লক উপসহকারী আহসান হাবিব,কামরুল ইসলাম শুভ সহ অনেকে।