হিলি ( দিনাজপুর ) থেকে মো. নুরুজ্জামান হোসেন: হিলিতে আবারো বেড়েছে সয়াবিন তেলের দাম। ৪ দিনের ব্যবধানে খোলা তেল কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮৫ টাকা কেজি দরে ও লিটারে ২১ টাকা বেড়ে প্রতি লিটার বোতলজাত তেল বিক্রি হচ্ছে ১৬৬ টাকা দরে। তেলের দাম আবারো বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা।
হিলি বাজারে সয়াবিনতেল ক্রেতা তৌহিদ ইসলাম বলেন, বাজারে হঠাৎ করে তেলের দাম আবারো বৃদ্ধি পাওয়ায় আমাদের সমস্যায় পড়তে হচ্ছে। কারণ তেল আমাদের সংসারের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস। ১৬০ টাকা কেজির তেল ১৮৫ টাকা দিয়ে কিনতে হচ্ছে। দাম বাড়ছে কিন্তু আমাদের আয় বাড়ছে না, এতে আমাদের বিপাকে পড়তে হচ্ছে।
আব্দুর রহমান নামের আরো একজন ক্রেতা বলেন, সয়াবিন তেল কিনতে এসে শুনি দাম বেশি। ১ কেজি তেলের জায়গায় এখন আমাকে কম নিয়ে যেতে হবে। কিছুদিন বাজার স্বাভাবিক ছিলো আবারো নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। সরকারের কাছে দাবি দাম যেনো কমানো হয়।
হিলি বাজারের পাইকারী মুদি দোকানি অলোক অধিকারী বলেন, আমরা বাজারে সয়াবিন তেল কিছুদিন থেকে কম দামে বিক্রি করে আসছি। কিন্তু হঠাৎ করে কোম্পানিগুলো সরবরাহ কমে দিয়েছে এবং তারা দাম বেশি নিচ্ছে যে কারণে আবারো তেলের দাম বৃদ্ধি পেয়েছে। দু’এক টাকা মুনাফা রেখে বিক্রি করছি।