বিজনেসটুডে২৪ প্রতিনিধি
দিনাজপুর: ভারতের অভ্যন্তরে কৃষিপণ্যের দাম বৃদ্ধির দাবিতে বিরোধী দলের ডাকা ধর্মঘটের কারণে মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সকাল থেকে হিলি স্থলবন্দরে বন্ধ রয়েছে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।
হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার শাহিদুল ইসলাম জানিয়েছেন, ধর্মঘটের ফলে এই কার্যক্রম বন্ধ রয়েছে।
ভারতীয় ট্রাক ড্রাইভার ও ব্যবসায়ীরা জানান, ভারতের অভ্যন্তরে কৃষিপণ্যের দাম বৃদ্ধির দাবিতে বিভিন্ন বিরোধী দলের ডাকা ধর্মঘট চলছে। সে কারণে মঙ্গলবার সকাল থেকে পণ্য খালাস করে ফেরত যাওয়া ট্রাকগুলো ভারতে প্রবেশ বন্ধ রয়েছে। এ ছাড়া আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।