Home Third Lead হিলিতে পেঁয়াজ পচছে

হিলিতে পেঁয়াজ পচছে

বিপুল পেঁয়াজে পচন হিলিতে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

দিনাজপুর: দেশজুড়ে যখন তীব্র সংকট, তখন হিলিতে আমদানি করা পেঁয়াজের ক্রেতা নেই। গুদামে বিপুল পরিমাণ পেঁয়াজে পচন ধরেছে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ৬ দিন দুই দেশের পণ্য আমদানি রপ্তানি বন্ধ হিলি স্থলবন্দরে। আমদানি রপ্তানি বন্ধের শেষ দিনে ৪২টি ট্রাকে এক হাজার ১৪৪টন পেঁয়াজ আমদানি হয়। কিন্তু এসব পেঁয়াজ বিক্রি না হওয়ায় আড়তে এসব পেঁয়াজ আটকা পড়ে রয়েছে। পচন ধরা পেঁয়াজ ১০ থেকে ১২ টাকা আর ভালো মানের পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা কেজি। কেউ কেউ ৪৮ টাকা কেজি হাঁকছে। সব গুদামেই প্রচুর পেঁয়াজ আছে, পেঁয়াজ পচে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তারপরও কমদামে পেঁয়াজ ছাড়ছে না। এ

পেঁয়াজ কিনতে আসা একজন জানালেন, হিলিতে ভালো পেঁয়াজের দাম ৪৫/৪৬ টাকা কেজি আর খারাপ মানের পেঁয়াজ চাচ্ছে ১০ টাকা থেকে ১৫ টাকা কেজি। ভালোমানের পেঁয়াজ কেনাতো সম্ভব নয়। তাই কম দামে খারাপ পেঁয়াজ কিনতে এসেছি। যে পেঁয়াজ তাতে করে ১ কেজি পেঁয়াজ কিনে তা বাছাই করে ২৫০ গ্রাম বা তার চেয়ে একটু বেশি টিকতে পারে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক এমআর ট্রেডার্সের ম্যানেজার আব্দুল কুদ্দুস বলেন, দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে বাড়তি দামে পেঁয়াজ আমদানি করে এখন সেই পেঁয়াজ গুদামে পড়ে আছে আজ কয়েক দিন হলো কোনো ধরনের বেচাকেনা নেই। পেঁয়াজ পচে নষ্ট হয়ে যাচ্ছে যার কারণে প্রচুর আর্থিক ক্ষতির মুখে আমরা।