Home আইন-আদালত হিলিতে হাসপাতাল থেকে ছুটি নিয়ে কারাগারে

হিলিতে হাসপাতাল থেকে ছুটি নিয়ে কারাগারে

হিলি ( দিনাজপুর ) থেকে মো. নুরুজ্জামান হোসেন: হিলি স্বাস্থ্য কমপ্লেক্সের পাচক হাফিজুর রহমান একটি মামলায় কারাভোগ করছেন। অথচ কর্তৃপক্ষ জানেন তিনি অসুস্থ হয়ে এক মাসের ছুটিতে।

হাফিজুর রহমান হাসপাতালের পাচক এবং এলাকার ধান ব্যবসায়ী। ব্যাংক চেক জালিয়াতি মামলায় গত ২ মার্চ দিনাজপুর বিজ্ঞ আদালত এক বছরের কারাদণ্ড দিয়ে জেল-হাজতে পাঠান তাকে। হাসপাতাল কর্তৃপক্ষের নথিপত্রে তিনি রয়েছেন অসুস্থতাজনিত কারণে ছুটিতে। ২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত তিনি ছুটিতে।

জানতে চাইলে হিলি স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা (টি, এইচ, ও) ডঃ শ্যামল কুমার দাস বলেন, আমরা হাফিজুর রহমানের মামলা আছে সেটি অবগত ছিলাম না। এবিষয়ে আজ অবগত হলাম এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিষয়টি জানিয়েছি। শারীরিক অসুস্থতার অজুহাতে এক মাসের ছুটি নিয়েছেন। তার মিথ্যা ছুটির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহন করবেন।