হিলি-হাকিমপুর নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
মোঃ নুরুজ্জামান হোসেন, হিলি ( দিনাজপুর )থেকে: হিলি স্থলবন্দরের প্রধান সড়ক নির্মানসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানিয়েছে অরাজনৈতিক সংগঠন হিলি-হাকিমপুর নাগরিক কমিটি।
সোমবার হাকিমপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সন্মেলনে আহবায়ক অধ্যক্ষ মুহাম্মদ শামছুল হুদা খান লিখিত বক্তব্য পেশ করেন। এতে তিনি উল্লেখ করেন: দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি থেকে সরকার বছরে কোটি কোটি টাকার রাজস্ব পেয়ে থাকে। কিন্ত রাস্তা ঘাটের বেহাল অবস্থা। বন্দরের রাস্তাগুলো দিয়ে আমদানি রফতানি পণ্যবাহী হেভীওয়েট ট্রাক চলাচলে শহরের প্রধান রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পথচারী সাধারণ মানুষ, ব্যবসায়ী, রোগী, স্কুল-কলেজের শিক্ষার্থী শিক্ষক এ্যাম্বুলেন্স সহ জরুরী কাজে যানবাহন চলাচলে সীমাহীন কষ্ট ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভাঙ্গা রাস্তা আর ফুটপাত বেদখলের কারণে প্রতিনিয়ত যানজট লেগেই থাকছে। ফলে প্রানহানি ও বড় ধরনের দুঘটনা ঘটছে।
এতে আরও বলা হয়: হিলি- হাকিমপুরের শেষ সীমানা থেকে জয়পুরহাটের পাঁচবিবি রাস্তাটি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অথচ হিলি হাকিমপুরের মহিলা কলেজ চেকপোস্টের জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তাটির কোন রকম কাজকর্ম পরিলক্ষিত হচ্ছে না। হিলি রেলস্টেশনের ওপর দিয়ে ঢাকা,খুলনা, রাজশাহী,পঞ্চগড় ও নীলফামারী রেলপথে ২২/২৪ টি ট্রেন যাতায়াত করলেও শুধুমাত্র আন্ত:নগর বরেন্দ্র, তীতুমীর ও রকেট মেইল একমুখি ছাড়া এই রেলস্টেশনে অন্য কোন ট্রেনের যাত্রা বিরতি নেই। এ কারণে হিলিবাসী, আমদানি-রপ্তানিকারক, শিক্ষার্থী, রোগী, সরকারী কর্মকতার্-কমচারীরা ট্রেন যাত্রা থেকে বঞ্চিত হচ্ছেন। এতেও সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছেন।
দুর্ভেোগ লাঘবে এবং হিলিবাসীর স্বার্থে অবিলম্বে হিলি স্থলবন্দরে জনগুরুত্বপূর্ণ সকল রাস্তার কাজ শুরু করাসহ সকল ট্রেনের যাত্রা বিরতির জন্য হিলি হাকিমপুর নাগরিক কমিটি জোর দাবী জানায়।
হিলি- হাকিমপুর নাগরিক কমিটির সদস্য সচিব সাবেক মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক রাস্তা প্রশস্তকরনের জন্য ২০২০ সালে ভূমি অধিগ্রহনের জন্য ভুমি মালিকদের ৪ ধারা নোটিশ করা হয়। তারপর থেকে রাস্তার কাজ ঝিমিয়ে পড়েছে। অবিলম্বে কাজ শুরু করা না হলে বৃহত্তর আন্দোলন করার ঘোষণা দেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, ব্যবসায়ী শ্যামল কিশোর উপস্থিত ছিলেন।