বিজনেসটুডে২৪ প্রতিনিধি
দিনাজপুর: হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হ্রাস পেয়েছে। দেশের বাজারে পণ্যটির চাহিদা কম। লোকসানের আশঙ্কায় আমদানিকারকরা আমদানি কমিয়ে দিয়েছেন। ফলে দেশীয় বাজারে সরবরাহ নিম্নমুখী। এ কারণে মাত্র একদিনের ব্যবধানে পেঁয়াজের পাইকারি দাম কেজিতে ২-৩ টাকা করে বেড়েছে। এদিকে পেঁয়াজের দাম হ্রাস-বৃদ্ধিকে ব্যবসায়ীদের কারসাজি বলে মনে করছেন পেঁয়াজ কিনতে আসা পাইকাররা।
হিলি স্থলবন্দরের বিভিন্ন আমদানিকারকদের গুদাম ঘুরে জানা গেছে, বন্দর দিয়ে নাসিক ও ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে আগের তুলনায় আমদানি কম। এ কারণে ইন্দোর জাতের পেঁয়াজ বেশি দামে বিক্রি হচ্ছে। একদিন আগে ২৫ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে এ জাতের দাম বেড়ে ২৭-২৮ টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে নাসিক জাতের পেঁয়াজ ২৮ টাকায় নেমেছিল। বর্তমানে সেটি বেড়ে ৩০-৩১ টাকায় বিক্রি হচ্ছে।