Home Third Lead হিলি দিয়ে ট্রাকে ট্রাকে পেঁয়াজ আসছে

হিলি দিয়ে ট্রাকে ট্রাকে পেঁয়াজ আসছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

দিনাজপুর: হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বেড়েছে। গড়ে প্রতিদিন আসছে ৩০ ট্রাক থেকে ৩৫ ট্রাক।

আমদানিকারকরা জানান, আইপি সমস্যা কেটে যাওয়ার পর প্রথমদিকে ভারত থেকে পেঁয়াজ এসেছে দৈনিক সর্বোচ্চ ১০ ট্রাক। এখন প্রতিদিন চাহিদা বাড়ছে। চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে পেঁয়াজ যাচ্ছে ট্রাকে ট্রাকে। বাড়তি চাহিদা মেটাতে আমদানিও বেড়ে গেছে। কয়েকদিন তা আরও বৃদ্ধি পাবে। ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে।

৩ জুন ৪টি ট্রাকে ৯৫ টন, ৫ জুন ৯টি  ট্রাকে ২১৩ টন, ৭ জুন ১৫টি ট্রাকে ৩৯৭ টন, ৮ জুন ২২টি ট্রাকে ৫৮৫ টন, ৯ জুন ২৭টি ট্রাকে ৭৪১ টন ও ১০ জুন ৩৬টি ট্রাকে ১ হাজার ৩৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে। ৬ দিনে মোট ১১৩টি ট্রাকে ৩ হাজার ৬৬ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

আমদানি বেড়ে যাওয়ায় দামও কমতি। প্রতি কেজি পেঁয়াজ ৩০ থেকে ৩২ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ২৭ টাকা থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি বাড়লে পেঁয়াজের দাম আরও কমে আসবে বলে জানান ব্যবসায়ীরা।

আইপি শেষ হয়ে যাওয়ায় ২৯ এপ্রিল থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। ৩ জুন থেকে আবার শুরু হয়েছে। কাস্টমসের সকল প্রক্রিয়া সম্পন্ন করে অতি দ্রুত খালাস করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের ব্যবস্থা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।