Home Third Lead হিলি দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

হিলি দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

দিনাজপুর: হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আসা শুরু হয়েছে। প্রায় একমাস বন্ধ থাকার পর ইম্পোর্ট পারমিট (আইপি) পাওয়ায় ভারত থেকে আমদানি শুরু হয়েছে।

পেঁয়াজ আমদানি হওয়াতে দাম কমেছে কেজিতে আট টাকা। হিলি বাজার ঘুরে দেখা গেছে, হিলি বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ার পর দাম কমেছে কেজিতে আট টাকা। বৃহস্পতিবার খুচরা বাজারে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৮ থেকে ৫০ টাকায়, তা বিক্রি করা হচ্ছে ৪০ টাকা কেজি দরে।

হিলি বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, গত বুধবার ৪৭ থেকে ৪৮ টাকায় কিনে ৫০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করেছি। আমরা আমদানিকারকদের কাছ থেকে শুক্রবার ৩৮ টাকায় কিনে ৪০ টাকা কেজি দরে বিক্রি করছি। এক সপ্তাহ পর পেঁয়াজের দাম আরও কমে আসবে।