Home আইন-আদালত হেফাজতের তিন নেতা ৫ দিনের রিমাণ্ডে

হেফাজতের তিন নেতা ৫ দিনের রিমাণ্ডে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: নাশকতার মামলায় হেফাজতে ইসলামের তিন নেতাকে পাঁচ দিনের রিমাণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এ রিমাণ্ড মঞ্জুর করেন আদালত।

রাজধানীর পল্টন থানায় ২০১৩ সালে দায়ের করা নাশকতার মামলায় হেফাজত নেতা শাখাওয়াত হোসেন রাজী, ফখরুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার হেফাজতের তিন নেতাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য প্রত্যেকের ১০ দিন করে রিমাণ্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া প্রত্যেকের পাঁচ দিন করে রিমাণ্ড মঞ্জুর করেন।