Home জাতীয় হেলিকপ্টার পাচ্ছে বাংলাদেশ পুলিশ

হেলিকপ্টার পাচ্ছে বাংলাদেশ পুলিশ

ছবিঃ সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

রাশিয়ার হেলিকপ্টার নির্মাতা প্রতিষ্ঠান জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স থেকে দুটি অত্যাধুনিক হেলিকপ্টার কিনছে বাংলাদেশ পুলিশ। বুধবার পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা যায়, বাংলাদেশ পুলিশের সক্ষমতা আরো বাড়াতে দুটি অত্যাধুনিক হেলিকপ্টার কেনার ব্যাপারে বাহিনীটির সাথে হেলিকপ্টার নির্মাতা প্রতিষ্ঠানটির মধ্যে একটি সমঝোতা স্মারক সই করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে সই করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের মহাপরিচালক আন্দ্রে আই। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাংলাদেশের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন। দেশটি বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী ও পরীক্ষিত বন্ধু। রূপপুর আণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প, পুরাতন বিদ্যুৎ কেন্দ্র সংস্কার, সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া বিশেষভাবে সহযোগিতা করে আসছে।  প্রথমবারের মতো পুলিশে দুটি হেলিকপ্টার সংযোজনের ফলে দেশে জনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা বিধানের ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের সক্ষমতা আরো বেড়ে যাবে।

বাংলাদেশ পুলিশের আইজিপি বেনজীর আহমেদ বলেন, পুলিশের দীর্ঘদিনের প্রতীক্ষিত এয়ার উইং চালুর স্বপ্ন অত্যধুনিক হেলিকপ্টার দুটি সংযোজনের মধ্য বাস্তবায়িত হতে যাচ্ছে। যার ফলে জরুরি অপারেশন পরিচালনায় বাহিনীর সদস্যদের পরিবহন, খাদ্য ও ওষুধ সামগ্রী সরবরাহ এবং দুর্গম ও প্রত্যন্ত এলাকায় কার্যক্রম বাস্তবায়নে পুলিশের সক্ষমতা আরো বৃদ্ধি পাবে।

এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দীন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশে রাশিয়া দূতাবাসের কর্মকর্তাবৃন্দ।