বিজনেসটুডে২৪ ডেস্ক: নিউ ইয়র্কে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় এতে থাকা চালকসহ ৬ জনের সবার মৃত্যু হয়েছে। ম্যানহ্যাটন থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই হাডসন নদীতে ভেঙে পড়ে হেলিকপ্টারটি।
ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাডসনের দুই তীরে থাকা লোয়ার ম্যানহাটন এবং জার্সি সিটির পুলিশ সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে নামেন।
হেলিকপ্টারে ছিলেন চালক-সহ ছয় জন।উদ্ধার কাজ চলাকালীন রাস্তায় তৈরি হয় যানজটের সম্ভাবনা। নাগরিকদের সতর্ক করতে নিউ ইয়র্ক পুলিশ দপ্তর এক্স হ্যান্ডলে জানান, ‘ওয়েস্ট সাইড হাইওয়ে এবং স্প্রিং স্ট্রিটের আশেপাশে হাডসন নদীতে একটি হেলিকপ্টার দুর্ঘটনার কারণে, আশেপাশের এলাকায় জরুরি যানবাহন চলাচল এবং যানজটের সম্ভাবনা রয়েছে।
নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, বিকেল সোয়া ৩টার দিকে ওয়েস্ট হিউস্টন স্ট্রিট এবং ওয়েস্ট স্ট্রিটের পিয়ার ৪০-এর কাছে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ কাজ চালানো হলেও কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। পরে জানা যায় হেলিকপ্টারের সমস্ত যাত্রীরই মৃত্যু হয়েছে।
’সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে হেলিকপ্টারটি নদীতে পড়ে যায় ও সম্পূর্ণ ডুবে যায়। এর আগে ২০০৯ সালে হাডসন নদীর উপর একটি ছোট বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষ ঘটে। ওই ঘটনায় নয় জনের মৃত্যু হয়।
BREAKING: At least three people are dead after a helicopter crashed into the Hudson River. Five people were reportedly onboard including children.
Why the fuck is this happening so much after Trump became president?
— CALL TO ACTIVISM (@CalltoActivism) April 10, 2025
Hudson River Helicopter crash @fox5ny @ABC7 @NBCNewYork @CBSNewYork @njdotcom @News12NJ @CNN @cnnbrk
Credit: Bruce Wall pic.twitter.com/CVy249wApx
— SangriaUltra (@xpertcommander) April 10, 2025