বিজনেসটুড২৪ প্রতিনিধি
ঢাকা: আওয়ামী লীগের পদ হারানো হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালাচ্ছে র্যাব।
বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৮টার পর হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসভবনে অভিযান শুরু করে র্যাব সদস্যরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার বাসভবনে অভিযান চলছিল।
আলোচিত ব্যবসায়ী ও ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি ভুঁইফোড় সংগঠন তৈরি কারী হেলেনা জাহাঙ্গীর। বাসায় অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ‘চাকরিজীবী লীগ’ নামের ওই সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসলে তিনি আবারও আলোচনায় আসেন। এরপর দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত রবিবার তাকে নারী বিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। গত ১৭ জানুয়ারি তিনি উপকমিটির সদস্য হয়েছিলেন। এর আগে ২০২০ সালের ডিসেম্বরে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হন তিনি।
জয়যাত্রা টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সিইও হেলেনা নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবেও পরিচয় দেন।