Home বিনোদন হোঁচট খেয়ে পড়ে গেলেন পরীমণি

হোঁচট খেয়ে পড়ে গেলেন পরীমণি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: বৃহস্পতিবার এক দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পর এজলাস থেকে বেরিয়ে আসার সময় আদালত চত্বরে পড়ে যান চিত্রনায়িকা পরীমণি। পুলিশের নারী সদস্যরা তাকে সেখান থেকে হাজতখানায় নিয়ে যান।

জানা যায়, রিমান্ড শুনানির পর পুলিশ পরীমণিকে আদালত থেকে হাজতে নিয়ে যাওয়ার উদ্যোগ নেয়। প্রথমে তাকে সাততলা থেকে পুলিশের নারী সদস্যদের কড়া পাহারায় লিফটে করে নিচে আনা হয়। তারপর আদালতের প্রধান ফটক থেকে তাকে হাজতে নিয়ে যাওয়া হচ্ছিল। একপর্যায়ে পরীমণি হোঁচট খেয়ে পড়ে যান। তখন পুলিশের নারী সদস্যরা তাকে উঠিয়ে হাজতখানার ভেতর নিয়ে যান।

এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পরীমণির রিমান্ড শুনানি হয়। বনানী থানার মাদক মামলায় তৃতীয় দফায় আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

পরীমণিকে সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির থানায় আনা হয়। পরে তাকে রাখা হয় হাজতে। বেলা ১১টা ২৫ মিনিটে তাকে আদালতের এজলাসকক্ষে তোলা হয়। শুনানি হয় প্রায় ৪৫ মিনিট।