কে পরবর্তী প্রেসিডেন্ট তা কি মিডিয়া ঠিক করে দেবে: ট্রাম্প
কয়েকটি মুসলিম দেশের নাগরিক আসার নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে
বিজনেসটুডে২৪ ডেস্ক
প্রেসিডেন্ট হওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। শপথ নেবেন জানুয়ারিতে ।
২০ জানুয়ারি শপথ নেবেন বাইডেন। তিনি বলেছেন, “প্রথম দিন থেকেই চারটি চ্যালেঞ্জের মোকাবিলা করবে আমার টিম।”
আগামী ২০ নভেম্বর ৭৮ বছর পূর্ণ হবে বাইডেনের। এর আগে আমেরিকায় এত বেশি বয়সী কেউ প্রেসিডেন্ট পদে নির্বাচিত হননি।
বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত কমলা হ্যারিস খুলে ফেলেছেন নতুন ওয়েব সাইট বিল্ডব্যাকবেটার ডট কম। সেইসঙ্গে একটি টুইটার ফিড খুলেছেন অ্যাট দি রেট ট্রানজিশান ফরটিসিক্স। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও বলে চলেছেন, তিনি পরাজিত হননি।
ট্রাম্প ওয়াশিংটনের কাছে গলফ খেলেন রবিবার সকালে। টুইটারে লেখেন, কে পরবর্তী প্রেসিডেন্ট হবেন, তা কি মিডিয়া ঠিক করে দেবে?
আগামী সপ্তাহেই নির্বাচনের ফলাফল নিয়ে বেশ কয়েকটি মামলা করতে চলেছেন বিদায়ী প্রেসিডেন্ট। তাঁর আইনজীবী রুডি গিউলিয়ানি বলেন, “ভোটে যে জালিয়াতি হয়েছিল, তার যথেষ্ট প্রমাণ আছে আমাদের হাতে।”
প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লু বুশ বলেন, “ফলাফল নিয়ে সন্দেহের কারণ নেই।” পরে তিনি বলেন, সদ্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া বাইডেনকে অভিনন্দন জানাতে চান।
বুশ এক বিবৃতিতে বলেন, “আমেরিকার মানুষ বিশ্বাস করতে পারেন, নির্বাচন প্রক্রিয়া ছিল যথাযথ। নিজেদের পরিবার, প্রতিবেশী এবং সামগ্রিকভাবে জাতির কথা চিন্তা করে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত।” বাইডেন যে নতুন ওয়েবসাইট চালু করেছেন, তাতে বলা হয়েছে, প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি চারটি বিষয়ের ওপরে জোর দেবেন। সেগুলি হল, কোভিড ১৯, আর্থিক পুনরুজ্জীবন, বর্ণবৈষম্য দূর করা ও পরিবেশ দূষণ রোধ করা।
ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া কমলা হ্যারিসের বয়স ৫৬। তিনি ছিলেন ক্যালিফোর্নিয়ার সেনেটর।
তিনিই প্রথম মহিলা যিনি ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন। তাছাড়া এই প্রথম এক অশ্বেতাঙ্গ ব্যক্তি ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত কোনও ব্যক্তিও আগে ভাইস প্রেসিডেন্ট হননি।
বাইডেন ঘোষণা করেছেন, করোনাভাইরাস রোধে সোমবারই এক টাস্ক ফোর্স ঘোষণা করবেন। আমেরিকায় অতিমহামারীতে মারা গিয়েছেন ২ লক্ষ ৩৭ হাজার মানুষ। একইসঙ্গে বাইডেন জানিয়েছেন, তিনি প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করবেন।
কয়েকটি মুসলিম প্রধান দেশ থেকে নাগরিকদের আমেরিকায় আসা নিষিদ্ধ করেছিলেন ট্রাম্প। সেই নিষেধাজ্ঞাও এবার প্রত্যাহার করা হবে।