বিজনেসটুডে২৪ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন দশেকের মধ্যে। এখনও পর্যন্ত বহু সমীক্ষায় সামনে এসেছে, প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন কমলা। তবে শেষ হাসি কে হাসবে, তা বোঝা যাবে নির্বাচনের ফলাফলেই।
নির্বাচনের প্রাক্কালে এবার দিদি কমলাকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করলেন মায়া হ্যারিস । তাঁর দিদি যে গণতন্ত্রের জন্য লড়ছেন, তাও স্পষ্ট করলেন তিনি।
দীপাবলি উপলক্ষে অ্যারিজোনার স্কটসডেলে আমেরিকার ভারতীয় বংশোদ্ভূতরা এক অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানেই উপস্থিত ছিলেন মায়া। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তাঁর মুখে উঠে আসে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রসঙ্গ। তিনি বলেন, ‘কমলা হলেন এমন একজন, যিনি একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য লড়াই করছেন। যেখানে আপনি কে বা কোথা থেকে এসেছেন সেটা গুরুত্বপূর্ণই নয়। যে সুযোগ আপনার প্রাপ্য, তা আপনি পাবেনই।’
প্রসঙ্গত, ভোটপ্রচারে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প নাম উল্লেখ না করেই অভিবাসীদের আবর্জনা বলেছেন বলে অভিযোগ। তিনি বলেছিলেন, ‘আমরা আসলে বাকি বিশ্বের কাছে আবর্জনার পাত্রের মতো।’ অনেকেই মনে করছেন ঘুরিয়ে অভিবাসীদেরই আবর্জনা বলছেন ট্রাম্প। আর মায়া নিজের বক্তব্যের মাধ্যমে ট্রাম্পকেই জবাব দিয়েছেন বলে মনে করা হচ্ছে। এদিন মা শ্যামলা গোপালনকেও শ্রদ্ধাজ্ঞাপন করেন মায়া। দীপাবলি উপলক্ষে অ্যারিজোনায় আয়োজিত এই অনুষ্ঠানটি সেখানকার ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায়কে একত্রিত করার জন্য হ্যারিসের প্রচারাভিযানের একটি কৌশলগত প্রচেষ্টাকেও তুলে ধরে।