বিজনেসটুডে২৪ ডেস্ক
ভারতের ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে আচমকা হড়পা বান। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা গোটা এলাকায়। আচমকা বানে হুড়মুড়িয়ে বাড়িঘর ভেঙে পড়েছে। বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত। ভেঙে পড়েছে রাস্তাঘাটও।
মূলত মাটির বাড়িগুলিই এই বানের ফলে ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা রাস্তাগুলি।
সোমবার রাত থেকে এই অঞ্চলে প্রবল বৃষ্টি হচ্ছে। তা মাঝেই মঙ্গলবার রাতে আচমকা বান আসে। জলের তলায় চলে যায় গোটা এলাকা। গোপীবল্লভপুর-১ ব্লকের আলমপুর গ্রাম পঞ্চায়েতের তেঁতুলিয়া গ্রামের মানুষ এই হড়পা বানে বিপর্যস্ত। সূত্রের খবর, তেঁতুলিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সিঙ্গারি খালের জল মঙ্গলবার সকাল থেকেই বাড়তে থাকে। কিন্তু মঙ্গলবার বিকালে আচমকা হড়পা বানের জল চলে আসে গ্রামে। এলাকার বাসিন্দারা বলেছেন যেভাবে জল ফুলে-ফেঁপে ওঠে মুহূর্তের মধ্যে গোটা গ্রামকে ডুবিয়ে দিয়ে গেছে তা এর আগে কখনও দেখা যায়নি।