Home চট্টগ্রাম ১২গুণ বেশি দামে যন্ত্রপাতি ক্রয়: ৫ প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

১২গুণ বেশি দামে যন্ত্রপাতি ক্রয়: ৫ প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রে পাম্পসহ বিভিন্ন যন্ত্রপাতি কেনায় অনিয়মের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এরা হলেন: শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ভুবন বিজয় দত্ত, উপ-ব্যবস্থাপক মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী এ এইচ এম কামাল, নকশা ও পরিদর্শন পরিদফতর-১ এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী তোফাজ্জেল হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু ইউসুফ এবং ঠিকাদারী প্রতিষ্ঠান পাওয়ার টেক ইন্টারন্যাশনালের মালিক আব্দুল আলিম।

মঙ্গলবার (০৩ নভেম্বর) দুদকের সহকারী পরিচালক মামুনুর রশিদ চৌধুরী বাদি হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এ মামলাটি করেন।