করোনা অতিমারিকে পরাস্ত করতে ১২৪ বছর বয়সে ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন এক বৃদ্ধা। তিনি জম্মু-কাশ্মীরের বারামুল্লার শ্রাকওয়ারার বাসিন্দা। মনে করা হচ্ছে, ভারতের প্রবীণতম নাগরিক হিসেবে টিকা নিলেন তিনি। তার নাম রাহাত বেগম।
করোনা ভাইরাসের মোকাবিলায় গোটা ভারতের পাশাপাশি জম্মু-কাশ্মীরেও চলছে ভ্যাকসিনেশন। সংক্রমণ মোকাবিলায় দ্রুততার সঙ্গে টিকাকরণ প্রক্রিয়া শেষ করতে প্রশাসনিকভাবে ডোর-টু-ডোর ভ্যাকসিনেশনের কাজ শুরু হয়। সেই পর্বে এদিন ওই বৃদ্ধাকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হল।
উল্লেখ্য, এদিন জম্মু-কাশ্মীরে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭১৮ জন। মৃত্যু হয়েছে ২৪ জনের।