Home First Lead ১৩৩ দেশে করোনা, মৃত্যুহারও বাড়লো

১৩৩ দেশে করোনা, মৃত্যুহারও বাড়লো

বিজনেসটুডে২৪ ডেস্ক

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যুর  হার বেড়ে গেছে। আর সংখ্যা ছাড়াল ৫ হাজার।

পরিসংখ্যান গবেষণা সংক্রান্ত সংস্থা ‘ওয়ার্ল্ডোমিটার’-এর তথ্য অনুযায়ী,  শুক্রবার আন্তর্জাতিক সময় বেলা ১১ টা পর্যন্ত মোট মারা গেছেন ৫,১১৬ জন। সেই হিসেবে প্রাণহানির হার ৭ শতাংশ। আগে ছিল ৬ শতাংশ।

করোনা ছড়িয়ে পড়েছে ১৩৩ দেশে।

২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪২ জন। এদের মধ্যে চিনে ৮ জন, ইরানে ৮৫ জন, স্পেনে ৩৪ জন, দক্ষিণ কোরিয়ায় ৫জন মারা গেছে এ সময়ে।

একদিনে আক্রান্ত হয়েছেন ৪৪১৬ জন। চিনে ২২ জন, ইরানে ১২৪৯ জন, দক্ষিণ কোরিয়ায় ১১০ জন, স্পেনে ১০৬৩ জন এবং জার্মানিতে ৩৭২ জন।

শুরু থেকে এ পর্যন্ত চিনে মারা গেছেন ৩১৭৭ জন। ইতালিতে মারা গেছেন ১০১৬ জন। ইরানে মারা  ৫১৪ জন। গত ডিসেম্বরে প্রথম রোগটি চিহ্নিত হয়।

আক্রান্তদের পরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছেন, এই ভাইরাস আক্রান্তের ফুসফুসের কর্মক্ষমতা দ্রুত নষ্ট করে দেয়। ফলে শ্বাস-প্রশ্বাস নিতে বেশ কষ্ট হয় আর আক্রান্তদের ঘন ঘন জোরে জোরে নিশ্বাস নিতে হয়।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এক মিনিটে ৩০ বারের বেশি শ্বাস-প্রশ্বাস নিলে রক্তে পর্যাপ্ত অক্সিজেনের ঘাটতি দেখা যায়। যথা সময়ে সঠিক চিকিৎসা না হলে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহের ঘাটতি দেখা যায়। ফলে রোগী ধীরে ধীরে জ্ঞান হারিয়ে ফেলেন। এর পর ক্রমশ আক্রান্তের হার্ট, কিডনি-সহ একাধিক অঙ্গ বিকল হতে শুরু করে এবং রোগী ধীরে ধীরে এগিয়ে যায় মৃত্যুর দিকে। ডায়াবিটিস, হাইপারটেনশন, হার্টের সমস্যা, ক্যান্সার, হাপানির মতো সমস্যা থাকলে করোনাভাইরাসে মৃত্যুর আশঙ্কা সবচেয়ে বেশি। শিশু ও বয়স্কদের ক্ষেত্রেও একই ভাবে বিপজ্জনক করোনাভাইরাস।