Home কৃষি ১৩ আলু ব্যবসায়ীকে জরিমানা

১৩ আলু ব্যবসায়ীকে জরিমানা

বিজনেসটুডে২৪ ডেস্ক:

টাঙ্গাইলে ১৩ আলু ব্যবসায়ীকে ৪৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় জরিমানা করা হয়।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহান নাসরিন জানান, ‘সরকারের বেঁধে দেয়া দামে আলু বিক্রি নিশ্চিত করতে ১২টি উপজেলায় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাজার মনিটরিং করছেন।’

শনিবার (১৭ অক্টোবর) সদর উপজেলায় পাঁচ আলু ব্যবসায়ীকে ৩১ হাজার টাকা, সখীপুরে তিন আলু ব্যবসায়ীকে সাড়ে ছয় হাজার টাকা, গোপালপুরে দুই আলু ব্যবসায়ীকে এক হাজার টাকা, ধনবাড়ীতে দুই ব্যবসায়ীকে সাড়ে সাত হাজার টাকা ও জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এক ব্যবসায়ীকে ৫০০ টাকা আর্থিক জরিমানা করেন।

এ ছাড়াও ঘাটাইল, কালিহাতী, মধুপুর, ভূঞাপুর, মির্জাপুর, বাসাইল ও দেলদুয়ারে বাজার মনিটরিং করে ব্যবসায়ীদের সরকারের বেঁধে দেওয়া দামে আলু বিক্রি করতে বলা হয়।