শুধুমাত্র করোনা সংক্রমণের চিকিৎসার জন্য ভারতে তৈরি হল রিলায়েন্সের করোনা-হাসপাতাল ৷ এই করোনা হাসপাতাল তৈরি হতে সময় লেগেছে মাত্র দু’সপ্তাহ ৷
ভয়াল থেকে ভয়ঙ্কর রূপ ধরেছে করোনা ৷ হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ গত ৩ দিনে সবচেয়ে বেশি মানুষের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ল ভারতে ৷ আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৪৬৮তে ৷ এমন সঙ্কটজনক পরিস্থিতিতে লড়াইয়ে এগিয়ে এল মুকেশ অম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিস । সোমবার মুম্বইতে উদ্বোধন হল রিলায়েন্সের এই করোনা হাসপাতালের ৷
শুধুমাত্র করোনা সংক্রমণের চিকিৎসার জন্য তৈরি হল রিলায়েন্সের করোনা-হাসপাতাল ৷ এই করোনা হাসপাতাল তৈরি হতে সময় লেগেছে মাত্র দু’সপ্তাহ ৷
মাত্র দু’সপ্তাহের মধ্যে করোনা সংক্রমণের চিকিৎসার জন্য সমস্ত প্রয়োজনীয় পরিকাঠামো সহ তৈরি এই হাসপাতাল ৷বর্তমানে এখানে একসঙ্গে ১০০ জন করোনা আক্রান্তের চিকিৎসা সম্ভব ৷শুধু অসুস্থ ব্যক্তির জন্য হাসপাতালই নয়, সারা দেশের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী যারা করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে তাদের জন্যেও উদ্যোগী রিলায়েন্স ৷
বিজনেসটেুডে২৪ ডেস্ক