Home Second Lead ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমু

১৪ দলীয় জোটের সমন্বয়ক আমু

আমির হোসেন আমু

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দেয়া হয়েছেআওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে ।

সদ্যপ্রয়াত আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের স্থলাভিষিক্ত হলেন তিনি।

বুধবার এক ভিডিও বার্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে এই তথ্য জানিয়ে বলেন, ১৪ দলের শরিক দলসমূহের নেতাদের সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমির হোসেন আমুকে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন। আমির হোসেন আমু তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দক্ষতা ও প্রজ্ঞা দিয়ে ১৪ দলের সমন্বয়কের দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা পালন করবেন বলে নেত্রী আশাবাদ ব্যক্ত করেছেন।

আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু বলেন, ‘আমি সবসময়ই আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে নানা আন্দোলন-সংগ্রামে ছিলাম। আমার স্ত্রী সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকায় কিছুদিন গ্যাপ ছিল। নেত্রী ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দিলেন আমাকে। এর জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই।’

জোটের নতুন এই মুখপাত্র আরও বলেন, ‘এর আগে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্বে ছিলেন জাতীয় নেতা শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর সন্তান আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে ১৪ দলীয় জোট পরিচালনা করেছেন। নানা কর্মসূচি দিয়ে সব সময় শরিক দলগুলোকে সক্রিয় রেখেছেন। আজ তিনি নেই। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

উল্লেখ্য, ২০০৪ সালের নভেম্বরে তৎকালীন বিরোধী দলে থাকাকালে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোটের যাত্রা শুরু হয়। শুরুতে জোটের সমন্বয়ক ছিলেন আবদুল জলিল। আওয়ামী লীগ ক্ষমতায় এলে ১৪ দলের সমন্বয়কের দায়িত্ব পান দলটির প্রবীণ নেতা সৈয়দা সাজেদা চৌধুরী। তবে বার্ধক্যজনিত কারণে তিনি প্রায়ই অসুস্থ থাকায় জোটের মুখপাত্র হিসেবে মোহম্মদ নাসিমকে দায়িত্ব দেন শেখ হাসিনা। সেই থেকে মোহাম্মদ নাসিমের নেতৃত্বেই ১৪ দলের কার্যক্রম পরিচালিত হচ্ছিল।  গত ১৩ জুন মোহাম্মদ নাসিমের মৃত্যুতে পদটি শূন্য হয়ে যায়। এ অবস্থায় আমির হোসেন আমুকেই এই গুরু দায়িত্ব দিলেন জোটনেত্রী শেখ হাসিনা।