Home বিজিএমইএ ও বিকেএমইএ ১৪ মার্চ খুলছে এশিয়ান এপারেলস-এর ফ্লোর

১৪ মার্চ খুলছে এশিয়ান এপারেলস-এর ফ্লোর

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: ১৪ মার্চ শনিবার থেকে চিটাগাং এশিয়ান এপারেলস-এর ফ্লোরসমূহ পর্যায়ক্রমে খুলে দেয়া হবে।

আজ বুধবার বিজিএমইএ’র আঞ্চলিক কার্যালয়-এর সম্মেলন কক্ষে শ্রমিক অসন্তোষ নিরসনে অনুষ্ঠিত সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।সংশ্লিষ্ট সব পক্ষের উপস্থিতিতে এ সভা হয়।

বিজিএমইএ’র লেবার এন্ড ফায়ার বিষয়ক স্থায়ী কমিটি চট্টগ্রাম-এর পরিচালক ইনচার্জ  মোহাম্মদ আতিকের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি  মোহাম্মদ আবদুস সালাম, বিজিএমইএ’র লেবার এন্ড ফায়ার বিষয়ক স্থায়ী কমিটি, চট্টগ্রাম-এর চেয়ারম্যান মো. সাইফ উল্ল্যাহ মনসুর, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার  মো. কামরুল হাসান, পিপিএম, সিনিয়র এএসপি  এম এ হাশেম, শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক  মো. মোকশেদুল আলম, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক  মো. আমিনুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা মো. সফর আলী, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস্ ওয়াকার্স, চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক  জাহাঙ্গীর আলমসহ চিটাগাং এশিয়ান এপারেলস-এর নির্বাহী পরিচালক  মো. শফিকুল ইসলাম এবং এশিয়ান গ্রুপের প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

৮ মার্চের ঘটনার  সংশ্লিষ্টদের শ্রম আইনের আলোকে শ্রম অধিদপ্তর, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর  এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩ এর সমন্বয়ে যৌথ তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।