বিজনেসটুডে২৪ প্রতিনিধি
মুন্সীগঞ্জ: বুড়িগঙ্গা নদীতে অভিযান চালিয়ে ৭ হাজার কেজি জাটকাসহ একটি ট্রলার ও একটি স্পিডবোট আটক করেছে নৌ-পুলিশ। জাটকাগুলোর বাজার মূল্য প্রায় ১৪ লাখ টাকা।
সোমবার (০৫ এপ্রিল) ধলেশ্বরী নদীর কাটপট্টি এবং পাশ্ববর্তী বুড়িগঙ্গা নদী থেকে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব জাটকা জব্দ করা হয়।
মুক্তারপুর নৌ-পুলিশ স্টেশনের ইনচার্জ মো. কবির হোসেন খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। পরে জেলা মৎস্য কর্মকর্তা ডা. আব্দুল আলী ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতানের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে মাছগুলো বিতরণ করা হয়।
জব্দ করা ট্রলার ও স্পিডবোট মুক্তারপুর নৌ-পুলিশ স্টেশনের হেফাজতে রয়েছে।