আগামি ১৫ মার্চ ২০২১ বিশ্ব ভোক্তা অধিকার দিবস।
এবারে দিবসের প্রতিপাদ্য বিষয় হলো “ মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি”!। চট্টগ্রামে দিবসটি উদযাপনের জন্য জেলা, উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এবং দেশের ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষণকারী প্রতিষ্ঠান কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয়, মহানগর, জেলা ও উপজেলা কমিটি সমুহের উদ্যোগে ব্যাপক কর্মসুচি গ্রহণ করা হয়েছে।
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা বৃহস্পতিবার ( ৪ মার্চ )ক্যাব চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। আলোচনায় অংশনেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জমান, ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, ক্যাব চট্টগ্রাম দক্ষিন জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, সহ-সভাপতি হাজী আবু তাহের, ক্যাব চান্দগাঁও থানার সভাপতি মোঃ জানে আলম, সাধারন সম্পাদক ইসমাইল ফারুকী, সহ-সভাপতি আবু ইউনুচ, ক্যাব ৬নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড সভাপতি অধ্যক্ষ মনিরুজ্জমান, ক্যাব বিভাগীয় সংগঠক জহিরুল ইসলাম, ক্যাব যুব গ্রুপের সমন্বয়ক চৌধুরী জসিমুল হক, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ আরিফ আহমদ প্রমুখ।
সভায় চট্টগ্রাম মহানগরী ও উপজেলা ও তৃণমূল পর্যায়ে ভোক্তাদের মাঝে বছরব্যাপী প্রচারণা কর্মসুচি পরিচালনার পাশাপাশি বিশ্ব ভোক্তা অধিকার দিবসকে সামনে রেখে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ন বাজার এলাকায় নিরাপদ খাদ্য, ভোক্তা অধিকার ও নিরাপদ পোল্ট্রি বিষয়ে প্রচারণা কর্মসুচি পরিচালনা, মানববন্ধন, সাংস্কৃতিক অনুষ্ঠান, লিপলেট বিতরণ, সরকারী সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মতবিনিময়, অধি-পরামর্শ সভা আয়োজন সহ বিভিন্ন কর্মসুচি পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়।
-সংবাদ বিজ্ঞপ্তি