ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেইনি বিমান বন্দর থেকে টেকঅফ করার পরপরই ভেঙে পড়েছে ইউক্রেনিয়ান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ । স্থানীয় সময় আজ সকাল ৬ টা ১২ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ইউক্রেনের রাজধানীর উদ্দেশে এটা টেক অফ করে।
যাত্রী ও বিমান কর্মী মিলিয়ে এতে ১৮০ জন ছিলেন। এদের কেউ বেচে নেই আশংকা ইরান রেডক্রিসেন্টের।
ইরান সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের মুখপাত্র রেজা জাফরজাদেহ জানিয়েছেন, বিমান ভেঙে পড়ার খবর পাওয়ার পরেই সেখানে বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও মেডিক্যাল টিম পাঠানো হয়েছে।
ইরান ইমারজেন্সি সার্ভিসেসের প্রধান পিরহোসেইন কৌলিভান্দ জানিয়েছেন, “ভেঙে পড়ার পরেই বিমানে আগুন লেগে গিয়েছে। কিন্তু আমরা টিম পাঠিয়েছি। আশা করছি কিছু যাত্রীকে আমরা বাঁচাতে পারব।”
বিজনেসটুডে২৪ ডেস্ক