বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কলকাতা: ‘তৃণমূলের জয় নিশ্চিত। সরকারে আসব আমরাই। ২০০ আসন নিয়ে ক্ষমতায় ফিরছি’—ভোটগণনার কয়েক ঘণ্টা আগে আত্মবিশ্বাসী, প্রত্যয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রার্থীদের তৃণমূল নেত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ‘দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরছি। নির্বাচন পর্বে সবাই দারুণ লড়াই করেছেন। রবিবার শেষ লড়াইয়ের দিন। ফলে সেই দিনটাতেও গণনাকেন্দ্রে মাটি কামড়ে পড়ে থাকতে হবে।’
২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল। একুশের নির্বাচনে আট দফার ভোটপর্ব মিটেছে। রবিবার ফল ঘোষণা হবে। ঠিক তার আগে শুক্রবার দলের প্রার্থী এবং নেতৃত্বকে নিয়ে ভিডিও কনফারেন্স করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি একাধিক নির্দেশিকা দিয়েছেন। ইতিমধ্যে বুথফেরত সমীক্ষায় দেখা গিয়েছে, বাংলা থাকছে তৃণমূলেরই হাতে। তার রেশ টেনেই তিনি বলেছেন, ‘৭০টার কাছাকাছি আসন পাবে বিজেপি। তৃণমূলকে হারাতে পারবে না। তবে বিহার বিধানসভার নির্বাচনে গণনার দিন বিজেপি যা করেছিল, এখানেও তা করতে পারে।’ এমন আশঙ্কার কথা উঠে এসেছে মমতার বক্তব্যে। তাই বৈঠকে নেত্রীর নির্দেশ, তৃণমূলের জয় নিশ্চিত এমন আসনগুলিতে বিজেপি গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করবে। সেদিকে সতর্ক থাকতে হবে। যতক্ষণ না পর্যন্ত ভোটগণনা শেষ হচ্ছে, ততক্ষণ গণনাকেন্দ্রে পড়ে থাকতে হবে।
টাকা দিয়ে ভোট কেনা, নির্বাচন কমিশনকে দলীয় স্বার্থে ব্যবহার করার মতো একাধিক অভিযোগ প্রচার পর্বের শুরু থেকেই বিজেপির বিরুদ্ধে তুলছে তৃণমূল। ভোটগণনার দিনেও বিজেপির ‘বিশেষ পরিকল্পনা’ রয়েছে, এমন কথা উঠে এসেছে তৃণমূলের এদিনের বৈঠকে। সূত্রের খবর, বৈঠকে তৃণমূল নেত্রী জানিয়েছেন, সংবাদমাধ্যমের একটি অংশের সঙ্গে বিজেপির বোঝাপড়া হয়েছে। ফলে ভোটগণনা শুরুর সময় থেকে ওই সংবাদমাধ্যমগুলি দেখানোর চেষ্টা করবে—বিজেপি এগিয়ে যাচ্ছে। এই অবস্থায় হতাশ হয়ে গণনাকেন্দ্র ছেড়ে চলে যাওয়া যাবে না। টেবিল আগলে পড়ে থাকতে হবে। জয় আসবেই।
গণনাকেন্দ্রে কোনওরকম সমস্যা হলে, তা তৎক্ষণাৎ দলকে জানানোর কথা নির্দেশ দেওয়া হয়েছে প্রার্থী ও জেলা নেতৃত্বকে। গণনা সংক্রান্ত একটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। সেটি হল- ৯০০৩০০৩০০১। কোনওরকম সমস্যার সম্মুখীন হলে এই নম্বরে ফোন করে বিষয়টি জানাবেন গণনার সঙ্গে যুক্ত দলীয় কর্মীরা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাঁকুড়া, পুরুলিয়া সহ উত্তরবঙ্গ জঙ্গলমহলের একাধিক আসনে বিজেপির বিশেষ ‘প্ল্যান’ আছে—এমন তথ্য হাতে এসেছে তৃণমূলের। ফলে সে বিষয়টি উল্লেখ করে মমতা দলীয় নেতৃত্বকে সতর্ক করেছেন ও বিশেষ নজর রাখার নির্দেশ দিয়েছেন। কাউন্টিং এজেন্ট যাঁরা হবেন, তাঁদেরও একাধিক নির্দেশিকা দিয়েছেন তৃণমূল নেত্রী। প্রার্থীদের বলে দেওয়া হয়েছে, বিশ্বস্ত এবং অভিজ্ঞ দলীয় কর্মীকে গণনাকেন্দ্রে পাঠাতে। ভোরেই খাতা-পেন নিয়ে পৌঁছে যাবেন তাঁরা। গণনা শেষ না হওয়া পর্যন্ত সেখানেই থাকতে হবে। পকেট থাকবে শুকনো খাবার। জল-খাবার-সিগারেট খেতে বারবার বেরিয়ে যাওয়া চলবে না। অন্য কারও কাছ থেকে যেমন খাবার না খাওয়া এবং কোনও প্রলোভনে পা না দেওয়ার বিষয়ে সতর্ক করে দেন মমতা। ১৭সি নম্বর ফর্মটি দেখা এবং ইভিএম সিল করা আছে কি না, তা বুঝে নেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। এই বৈঠকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা দেখিয়েছে তৃণমূল ফিরছে। ফলে বিশ্বাস ও ভরসা রাখুন।’