মো. রাসেল মিজি
মুজিববর্ষ উপলক্ষে গাজীপুর জেলার ৫টি উপজেলায় দ্বিতীয় পর্যায়ে আশ্রয়ণ-২ প্রকল্প হতে ২০২টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘর ও জমি হস্তান্তর করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রবিবার ২০ জুন ওইসব ঘরের চাবি ও জমির নামজারী খতিয়ান হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।
শুক্রবার গাজীপুরের জেলা প্রশাসকের ভাওয়াল কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২ শতাংশ জমিসহ পাঁচটি উপজেলায় ২৮৫ গৃহহীন ও ভূমিহীন পরিবারকে এবং দ্বিতীয় পর্যায়ে এরকম আরো ২০২ পরিবারকে জমি ও ঘর প্রদান করা হয়েছে।
দ্বিতীয় পর্যায়ে জেলার ৫টি উপজেলার মধ্যে গাজীপুর সদর উপজেলায় ৬৫টি, কালিয়াকৈর উপজেলায় ৯০টি, কাপাসিয়া উপজেলায় ১২টি, শ্রীপুর উপজেলায় ১৫টি, কালীগঞ্জ উপজেলায় ২০টি ঘর বরাদ্দ করা হয়েছে। দুই কক্ষের প্রতিটি ঘরের সঙ্গে একটি বারান্দা, রান্নাঘর ও টয়লেট সংযুক্ত রয়েছে। এসব ঘরে বিনামূল্যে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির ব্যবস্থায় করা হয়েছে। আগামী রবিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন ছিন্নমূল অসহায় পরিবারের মাঝে এসব জমি ও গৃহ প্রদান কার্যক্রম একসঙ্গে উদ্বোধন করবেন।
সংবাদ সম্মেলনে গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।