বিজনেসটুডে২৪ প্রতিনিধি
মোংলা: ২০২২ সালের জানুয়ারি থেকে দেশের সব কাস্টম হাউজ ও শুল্ক স্টেশনে যাবতীয় চার্জ ই-পেমেন্ট বাধ্যতামূলক করা হবে।
জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম শনিবার ১০ অক্টোবর এখানে এক সেমিনারে এ তথ্য জানান।
মোংলা কাস্টমস হাউসে ‘কাস্টমস ই-পেমেন্ট বিষয়ক সচেতনতামূলক সেমিনারে তিনি প্রধান অতিথি ছিলেন।
উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান, সদস্য মো: সাইফুল ইসলাম, সদস্য ড. আব্দুল মান্নান শিকদার, মোংলা কাস্টমস হাউসের কমিশনার হোসেন আহমদ, এবং বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ লিয়াকত হোসেন লিটন ।
এনবিআর চেয়ারম্যান মোংলা বন্দর কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন। এ সময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহানসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের নানা সমস্যার বিষয় তুলে ধরা হয়।