বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: চায়না বাংলাদেশ বিজনেস ক্লাবের উদ্যেগে একদিনের ‘ফিউচার প্রিনিউর সামিট-২০২০’ অনুষ্ঠিত হবে আগামী ২৪ জানুয়ারি। এদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ম্যারিয়ট কনভেনশন সেন্টার ধানমন্ডিতে এই সামিট হবে।
শনিবার ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ)’তে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চায়না বাংলাদেশ বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট মো. আবদুল মোমেন।
২০২০ জন উদ্যোক্তা নিয়ে এই সামিটের আয়োজন করা হয়েছে। কর্মসংস্থান তৈরি, সরকারি-বেসরকারি সহযোগিতার পূর্ণ বাস্তবায়ন, অভ্যন্তরীণ ও বৈদেশিক বাজারে দেশীয় পণ্যের চাহিদা তৈরি, শিল্পনির্ভর অর্থনীতির বিকাশ, বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করণ ও ডিজিটাল উদ্যোক্তা নির্ভর সমাজ গঠন করার উদ্দেশ্য বাস্তবায়নই এই সামিটের লক্ষ্য বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নায়ক ফেরদৌস আহমেদ।
‘উদ্যোক্তারাই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কারিগর’ এই স্লোগানকে ধারণ করে সামিট হবে।
উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
কি-নোট স্পিকার থাকবেন জুনায়াদে আহমেদ পলক।
চিফ মডারেটর থাকবেন বাংলাদেশ ট্যারিফকমিশনের মেম্বার শাহ মোহাম্মদ আবুরাইহান আল বেরুনী। এছাড়াও দেশি-বিদেশি অতিথি, প্রতিষ্ঠান, প্রতিনিধি ও বিদেশিবিনিয়োগকারীরা এতে অংশ গ্রহণ করবেন।