Home আন্তর্জাতিক ২৫ মাইল জুড়ে বনভূমি জ্বলছে ক্যালিফোর্নিয়ায়

২৫ মাইল জুড়ে বনভূমি জ্বলছে ক্যালিফোর্নিয়ায়

অরোভিল: আমাজনের দাবানলের স্মৃতি ফিকে হতে না হতেই জ্বলে উঠেছে ক্যালিফোর্নিয়া। সেখানে পুড়ে ছাই হয়েছে ২৫ মাইল এলাকাজুড়ে সবুজ অরণ্য। সেই অগ্নিকাণ্ডে পুড়েছে বাড়িঘরদোরও। ইতিমধ্যেই মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১। বজ্রবিদ্যুৎ থেকে দাবানল ঘটেছে বলে খবরে প্রকাশ।

গত তিন সপ্তাহ ধরেই জ্বলছে এই বনভূমি। নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুন। বরং ঝোড়ো হাওয়ার দাপটে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। যার জেরে শুধু বুধবারেই নতুন করে প্রাণ গিয়েছে তিনজনের। সবমিলিয়ে এখন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১।

মার্কিন মুলুকের অন্যতম উষ্ণ এলাকা হওয়ায় এখানে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে গিয়েছে। আশেপাশের ওই অঞ্চলের প্রায় ২ লক্ষ মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার পরেও স্বস্তি নেই কারও। দাবানলকে নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন ১২ হাজার দমকল কর্মী।

এমনিতেই শুকনো পাতা ঘেরা জঙ্গলে আগুন ছড়িয়ে পড়ার পক্ষে একেবারে আদর্শ পরিবেশ। আর তাতেই বিপদ দ্বিগুণ বেড়েছে। টেক্সাস, নিউ মেক্সিকো, সান ফ্রান্সিসকো–সহ একাধিক জায়গা থেকে দমকল কর্মী এবং ইঞ্জিন এনেও এই আগুণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

এদিকে আবার এই দাবানলের কারণে ক্যালিফোর্নিয়ায় সামগ্রিক তাপমাত্রার পারদ চড়েছে অনেকটাই। গত সপ্তাহেই তাপমাত্রা ৫৪ ডিগ্রি ছাড়িয়ে রেকর্ড গড়ে ছিল। এমন অবস্থার
নেপথ্যে যে এই দাবানল, তা বোঝা গিয়েছে পরে।

গত বছরের মাঝামাঝি সময়ে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলসের বনাঞ্চলে ছড়িয়ে পড়েছিল দাবানল। কত প্রাণী যে তাতে ঝলসে গিয়েছে, তার সঠিক হিসাব করা যায়নি। তার আগে বিশ্ববাসীর মনে আতঙ্ক ছড়িয়েছিল আমাজনের দাবানল। ফের সেই স্মৃতিই উসকে দিচ্ছে ক্যালিফোর্নিয়ার এই দাবানল।