Home সারাদেশ ২৫ লাখ টাকার জালসহ ২জন আটক

২৫ লাখ টাকার জালসহ ২জন আটক

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

মুন্সিগঞ্জ: জেলার শরিয়তপুরের কাঁঠালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাওয়া কোস্টগার্ডের একটি দল আনুমানিক ২৫ লাখ টাকা মূল্যের ৫শ’ পিস চায়না চাই (ম্যাজিক জাল) জব্দ করেছে। এসময় দুইজনকে আটক করাহয়।

সোমবার (৫ এপ্রিল) রাত ২টার দিকে ট্রলার বোঝাই এসব জাল জব্দ করে পদ্মা সেতু কম্পোজিট স্টেশন মাওয়ার একটি দল।

আটককৃতরা হলেন, ট্রলার চালক জীবন মৃধা (২২) ও শহিদুল (২০)। তারা মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দক্ষিণ মন্ডা গ্রামের বাসিন্দা।

মাওয়া কোস্টগার্ডের কমান্ডার সাইফুল জানান, চায়না চাই জব্দের পর সোমবার দুপুর ২টার দিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামানের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি আটককৃতদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, চায়না চাই প্রায় ৬০ থেকে ৮০ ফুট লম্বা, ছোট ছোট খোপের মত। এ জাল খাল-বিল, নদী-নালা ও জলাশয়ে বাঁশের খুঁটির সাথে জালের দু’মাথা বেঁধে পেতে রাখা হয়। ছোট-বড় সব ধরণের মাছ এ জালে আটকা পড়ে। অসাধু জেলেরা ম্যাজিক জাল পেতে নির্বিচারে পোনাসহ সব ধরনের মা মাছ শিকার করছে। সেই সাথে কুচি, ব্যাঙ, সাপসহ বিভিন্ন জলজ প্রাণীও মারা পড়ছে বলে জানান তিনি।