Home জাতীয় ৩১ প্রতিষ্ঠান পাচ্ছে মান উৎকর্ষ পুরস্কার

৩১ প্রতিষ্ঠান পাচ্ছে মান উৎকর্ষ পুরস্কার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি:

* ৩১ প্রতিষ্ঠানের মধ্যে প্রাণ-আরএফএল গ্রুপেরই রয়েছে ১০টি প্রতিষ্ঠান

দেশে উৎপাদনশীলতা বৃদ্ধি ও গুণগত মানসম্পন্ন পণ্য তৈরিতে এগিয়ে থাকা ৩১ প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে জাতীয় উৎপাদনশীলতা ও মান উৎকর্ষ পুরস্কার। এছাড়া উৎপাদনশীলতা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জন্য দুই প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন ক্রেস্ট।

এ বিষয়ে ১ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে শিল্প মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৯ সালে উৎপাদনশীলতা কার্যক্রমে ভূমিকা রাখার জন্য মনোনিত প্রতিষ্ঠানগুলোকে  বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও রাষ্ট্রায়ত্ত শিল্প শ্রেণিতে ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ বা ‘জাতীয় উৎপাদনশীলতা ও মান উৎকর্ষ পুরস্কার’ প্রদান করা হবে।

বৃহৎ শিল্প শ্রেণিতে ইস্পাত ও প্রকৌশল উপখাতে প্রথম তিনটি পুরষ্কারই পাচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপের তিন প্রতিষ্ঠান। প্রথম পুরস্কার পাচ্ছে বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড। দ্বিতীয় পুরষ্কার পাচ্ছে আরএফএল ইলেকট্রনিকস ও রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ পাচ্ছে তৃতীয় পুরস্কার।

খাদ্যশিল্প উপখাতে প্রথম পুরষ্কার পাচ্ছে ইস্পাহানি টি ও দ্বিতীয় পুরষ্কারের জন্য মনোনিত হয়েছে নাটোর অ্যাগ্রো। বস্ত্র ও তৈরি পোশাক উপখাতে প্রথম পুরষ্কার পাচ্ছে প্লামি ফ্যাশনস, দ্বিতীয় ইউনিভার্সেল জিনস ও জেনেসিস ফ্যাশনস লিমিটেড পাচ্ছে তৃতীয় পুরস্কার। প্লাস্টিকশিল্পে প্রথম ও দ্বিতীয় যথাক্রমে আরএফএল প্লাস্টিক ও ডিউরেবল প্লাস্টিক।

পাটশিল্পে প্রথম আকিজ জুট মিলস ও দ্বিতীয় আইহান জুট মিলস। সেবা খাতে প্রথম ওয়ান ব্যাংক ও দ্বিতীয় সোনার বাংলা ইনস্যুরেন্স কোম্পানি। প্লাস্টিক, পাট ও সেবাখাতে তৃতীয় পুরস্কার নেই। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতে পুরষ্কার পাচ্ছে ব্রেইন স্টেশন ২৩ লিমিটেড এবং ফার্নিচার খাতে হাতিল কমপ্লেক্স পুরষ্কারের জন্য মনোনিত হয়েছে।

মাঝারি শিল্প শ্রেণিতে ইস্পাত ও প্রকৌশল উপখাতে একমাত্র পুরস্কারটি পাচ্ছে গেট ওয়েল লিমিটেড। খাদ্যশিল্পে পুরষ্কার পাচ্ছে নর্দার্ন ফ্লাওয়ার মিলস ও রোমানিয়া ফুড অ্যান্ড বেভারেজেস। বস্ত্র ও পোশাক খাতে পাচ্ছে কনসেপ্ট নিটিং। প্লাস্টিকশিল্পে পুরষ্কার পাচ্ছে বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল। এছাড়া অন্যান্য খাতে প্যাকমেট ইন্ডাস্ট্রিজ, বসুমতি ডিস্ট্রিবিউশন ও কিউএনএস শিপিং যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পাচ্ছে।

ক্ষুদ্র শিল্প শ্রেণিতে ক্ষুদ্র শিল্প উপখাতে প্রথম ও দ্বিতীয় পুরষ্কার পাচ্ছে যথাক্রমে এসআর হ্যান্ডিক্র্যাফটস ও আরএফএলের রংপুর ফাউন্ড্রি। অতিক্ষুদ্র শিল্প শ্রেণিতে মাসকো ডেইরি ও জনতা ইঞ্জিনিয়ারিং যথাক্রমে প্রথম ও দ্বিতীয় পুরস্কার পাচ্ছে।

রাষ্ট্রায়ত্ত শিল্প শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরষ্কার পাচ্ছে যথাক্রমে গাজী ওয়্যারস লিমিটেড, কেরু অ্যান্ড কোম্পানি ও প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট। এছাড়া ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন শ্রেণিতে যৌথভাবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) পাচ্ছে প্রথম পুরষ্কার।

উল্লেখ্য, উৎপাদনশীলতা বৃদ্ধি ও গুণগত মানসম্পন্ন পণ্য তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ২০১২ সাল থেকে ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ বা ‘জাতীয় উৎপাদনশীলতা ও মান উৎকর্ষ পুরস্কার’ নামে পুরষ্কারটি দেওয়া হচ্ছে।