Home জাতীয় ৩৪তম স্প্যান বসেছে পদ্মা সেতুতে

৩৪তম স্প্যান বসেছে পদ্মা সেতুতে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

মুন্সীগঞ্জ: ৩৪তম স্প্যান বসানোর সাত দিনের মাথায় পদ্মা সেতুতে বসেছে ৩৫তম স্প্যান। মাওয়া প্রান্তের ৮ ও ৯ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হেয়েছে। বাকি রইল ছয়টি স্প্যান।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় মুন্সিগঞ্জের মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটিকে বহন করে নিয়ে যাওয়া হয়। পরে দুপুর তিনটার দিকে বসানো হয়। এখন স্বপ্নের পদ্মা সেতুর ৫ হাজার ২৫০ মিটার দৃশ্যমান হল। চলতি মাসে তিনটি স্প্যান বসানো হয়েছে, আর এটি নিয়ে সংখ্যা দাঁড়াবে চারটি।

এর আগে, শুক্রবার স্প্যান বসানোর শিডিউল নির্ধারিত থাকলেও নির্ধারিত পিলারের কাছে নাব্যতা সংকটের কারণে তা হয়ে ওঠেনি। তাই একদিন সময় নিয়ে ড্রেজিং করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হয়েছে জানিয়েছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।

বর্তমানে সেতুর কাজের অগ্রগতি হয়েছে ৯০ ভাগেরও বেশি।