বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ( এনসিটি ) ৪-এ স্থাপিত ১৩ নম্বর গ্যান্ট্রিক্রেন বিকল হওয়ার ৩৬ ঘণ্টা পরও সচল হয়নি।
সব কন্টেইনার নামাতে না পারায় সেখানে নোঙরে থাকা লাইবেরিয় পতাকাবাহী জাহাজ পুটনাম ৯-এর পাইলট বুকিং বাতিল করা হয়েছে। আজ সোমবার সকালের জোয়ারে জাহাজটির নোঙর তোলার কর্মসূচি ছিল।
শনিবার রাত ৯ টা ২০ মিনিটের সময় ক্রেনটির ওয়্যার ছিঁড়ে যায়। তাতে ক্রেনটি অচল হয়ে পড়ে।সচল করার চেষ্টা হয়েছে। তা এখনও চলছে। রবিবার রাতে চালু হবে বলে শিপিং এজেন্টকে দফায় দফায় আশ্বাস দেয়া হয়েছিল। এজেন্ট বিএস কার্গো এজেন্সি লিমিটেডও সে অপেক্ষায় ছিল। তা না হওয়ায় পাশের গ্যান্ট্রিক্রেন দিয়ে কন্টেইনার নামানোর বিকল্প ব্যবস্থা নেয়া হয়। বেশ কিছু তাতে নেমেছে। তারপরও রয়ে গেছে আরও। সেগুলো নামানো যায়নি।
বিএস কার্গো এজেন্সি লিমিটেডের জেনারেল ম্যানেজার এম খায়রুল ইসলাম-এর সাথে যোগাযোগ করা হলে জানান যে বিকল্প ব্যবস্থায় হলেও অবশিষ্ট কন্টেইনারগুলো নামানো যাবে বলে ধারণায় পুটনাম ৯-এর জন্য পাইলট বুক করা হয়েছিল, যাতে সোমবার দিনের প্রথম জোয়ারে সেটা এনসিটি ছেড়ে যেতে পারে। তা বাতিল করা হয়েছে। অবশিষ্ট কন্টেইনারসমূহ নামানো সাপেক্ষে পরবর্তী জোয়ারে জাহাজটি বন্দর ছেড়ে যেতে পারে বলে জানান তিনি।
পুটনাম৯ কলম্বো থেকে কন্টেইনার নিয়ে বহির্নোঙরে পৌঁছে গত ২০ ফেব্রুয়ারি। এনসিটিতে নোঙর ফেলে শনিবার। ৩টি গ্যান্ট্রিক্রেন দিয়ে কন্টেইনার নামানো হচ্ছিল। এরমধ্যে জাহাজের সামনে এবং পেছনের দু’টি ক্রেনে কাজ চললেও মধ্যখানে ১৩ নম্বর গ্যান্ট্রিটি বিকল হয়ে পড়ে। এসময় সেখানে ১০৩ টিইইউস কন্টেইনার নামানোর অপেক্ষায় ছিল। পাশের গ্যান্ট্রি দিয়ে কিছু নামানোর পর অবশিষ্ট রয়েছে ৫৫ টিইইউস।