- সিরাজুল ইসলাম (৫০) আলিম ( এইচএসসি সমমান ) প্রাপ্ত জিপিএ ২.১৪
- মেয়ে মাহমুদা সিরাজ,এইচএসসি, প্রাপ্ত জিপিএ ৪.১৭
- ছেলে হাফেজ নেছারুদ্দিন, আলিম, প্রাপ্ত জিপিএ ৪.০০
- নাতি নাজমুল হাসান, এইচএসসি প্রাপ্ত জিপিএ ৪.৬৭
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
খাগড়াছড়ি: মাটিরাঙ্গা উপজেলার আছালং ইসলামপুর এলাকার একটি পরিবারে ৩ প্রজন্মের ৪ জন একসাথে এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আজ।
সিরাজুল ইসলাম চৌধুরী ৫০ বছর বয়সে উচ্চ মাধ্যমিক (আলিম) পাস করেছেন। খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ২.১৪ পেয়েছেন তিনি।
এদিকে সরকারি কলেজ থেকে পরীক্ষা দিয়ে সিরাজুল ইসলামের ছোট মেয়ে মাহমুদা সিরাজ জিপিএ ৪.১৭ ও বড় মেয়ের ছেলে মো. নাজমুল হাসান জিপিএ ৪.৬৭ পেয়ে এইচএসসি পাস করেছেন।
এছাড়া তার একমাত্র ছেলে হাফেজ নেছারুদ্দীন আহমদ চট্টগ্রাম বায়তুশশরফ কামিল মাদরাসা থেকে আলিম পরীক্ষায় জিপিএ ৪.০০ পেয়েছেন।
সিরাজুল ইসলাম তাইন্দং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি। তার ছয় মেয়ে ও এক ছেলে।
জানা গেছে, ১৯৮৭ সালে এসএসসি পাস করেছিলেন তিনি। এরপর মা-বাবার দেখভাল ও পারিবারিক কাজের চাপে ইচ্ছা থাকলেও পাড়াশোনা এগিয়ে নিতে পারেননি। তবে সবসময় লেখাপড়ার তাগিদ অনুভব করতেন। সেই থেকেই ৫০ বছর বয়সে আলিম পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন।
পরীক্ষার ফলাফল প্রকাশের পর বাবা-ছেলে-মেয়ের পাশের খবরে আনন্দের বন্যা বইছে সীমান্তঘেঁষা মাটিরাঙ্গার তাইন্দং আছালং ইসলামপুর এলাকার মো. সিরাজুল ইসলাম চৌধুরীর বাড়িতে। প্রতিবেশী ও স্বজনরা অভিনন্দন জানাতে ছুটে আসেন বাড়িতে। স্বজনদের কেউ কেউ নিয়ে আসেন ফুল ও মিষ্টি। তাদের সাফল্যে উচ্ছ্বাসিত স্থানীয়রা।
সিরাজুল ইসলামের ছোট মেয়ে মাহমুদা সিরাজ বলেন, ইচ্ছাশক্তি আর অধ্যবসায় যে সাফল্য এনে দিতে পারে তার অনন্য দৃষ্টান্ত আমার বাবা। আমাদের ভাই-বোনের ফলাফলের চেয়ে বাবার ফলাফলে আমরা গর্বিত।
সিরাজুল ইসলাম বলেন, ‘এই আনন্দ সীমাহীন, ভাষায় প্রকাশ করতে পারবো না। ইচ্ছা ও অধ্যাবসায়ের কারণে ছেলে-মেয়ে ও নাতির সঙ্গে আজ উচ্চ মাধ্যমিক পাস করেছি। পরিবারের সকল সদস্য ও শিক্ষকরা পাশে ছিলেন। সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।’