৪০তম বিসিএস-এর লিখিত পরীক্ষা শুরু হচ্ছে আজ শনিবার। সারাদেশের ১৯টি কেন্দ্রে এবং ঢাকার ১২টি কেন্দ্রে এই পরীক্ষা নেয়া হবে। সকাল ১০ টা থেকে বেলা ২টা পর্যন্ত পরীক্ষা নেয়া হবে।
পিএসসি সূত্রে জানা যায়, আবশ্যিক লিখিত পরীক্ষগুলো অনুষ্ঠিত হবে ৪ থেকে ৮ জানুয়ারি। অন্যান্য বিষয়ভিত্তিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
দেশের ইতিহাসে সবচেয়ে বেশি চাকরিপ্রার্থী আবেদন করেন ৪০তম বিসিএসে। এই বিসিএসে ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেছেন।
বিজনেসটুডে২৪ ডেস্ক