Home আইন-আদালত ৪০ তলা ভবন ভেঙে ফেলার নির্দেশ দিল্লীতে

৪০ তলা ভবন ভেঙে ফেলার নির্দেশ দিল্লীতে

স্থানীয়দের সমস্যা, তাই ভেঙে ফেলতে হবে এই ভবনটি। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

৪০ তলার বিশাল ভবন ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে দিল্লির সুপ্রিম কোট । কারণ ভবন স্থানীয় জনসাধারণের সমস্যার কারণ হয়েছে।

৭২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে বৈঠক করে ভাঙার প্রস্তুতি এবং দু’সপ্তাহর ভাঙা শুরু করতে বলা হয়েছে নির্দেশনায়। ৪০ তলার টু টাওয়ারটি নিয়ে এলাকাবাসীর অভিযোগ সেটি এমনভাবে তৈরি হয়েছে যে তাদের দিনের পর দিন আলো-বাতাস থেকে বঞ্চিত হতে হচ্ছে। তা নিয়ে মামলা ২০১৪ সাল থেকে।

দিল্লির অদূরে নয়ডায় তৈরি হয়েছে ভবনটি। এর আগে বেশ কয়েকবার আদালত ওই টু টাওয়ারটি ভেঙে ফেলার নির্দেশ দেয়। এমনকী আদালতের নির্দেশ নিয়ে লুকোচুরি খেলা চললে ডিরেক্টরদের জেলে পাঠানোরও হুঁশিয়ারি দেয় কোর্ট। তারপরও বাড়িটি ভাঙা হয়নি।

শেষ পর্যন্ত সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল দু’সপ্তাহের মধ্যে ভেঙে ফেলতে হবে বহুতল ভবনটি। এজন্য নয়ডা ডেভলপমেন্ট অথরিটির সিইও-কে ৭২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট সব এজেন্সিকে নিয়ে বৈঠক করে ভাঙার কাজের প্রস্তুতি শুরু করতে বলেছে সর্বোচ্চ আদালতের দুই বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও সূর্যকান্ত।

বাড়িটির মালিক সুপার টেক অথরিটির বক্তব্য, বাড়ির প্ল্যান নয়ডা উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদন করার পর তারা কাজ শুরু করে। নয়ডা কর্তৃপক্ষ আদালতে জানায়, তারা আইআইটি-রুরকির পরামর্শ নিয়ে ওই প্রকল্পে ছাড়পত্র দিয়েছিল।

আদালতের বক্তব্য, ভুল যেই করুক, নিয়ম মেনে তৈরি না হয়ে থাকলে বাড়ি ভেঙে ফেলতেই হবে। কারণ, এলাকার অন্য আবাসিকদের সমস্যা হচ্ছে। এলাহাবাদ হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, এই বক্তব্যেই অনড় ছিল।