Home শিক্ষা ৪০ বিসিএসের ভাইভার তারিখ পরিবর্তন

৪০ বিসিএসের ভাইভার তারিখ পরিবর্তন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: পবিত্র শবে বরাতের ছুটির তারিখ পরিবর্তনের কারণে ৪০তম বিসিএস (সাধারণ ক্যাডার) ভাইভার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আসছে ৩০ মার্চের ভাইভা ১৫ জুন নেওয়া হবে। ফলে ১৮০ জন পরীক্ষার্থীর ভাইভা ১৫ জুন অনুষ্ঠিত হবে।

বুধবার (২৪ মার্চ) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র শবে বরাত উপলক্ষে আসছে ৩০ মার্চ অনুষ্ঠেয় ৪০তম বিসিএস পরীক্ষার সাধারণ ক্যাডারের মোট ১৮০ জন পরীক্ষার্থীর মৌখিক পরীক্ষার তারিখ আগামী ১৫ জুন পুনর্নির্ধারণ করা হলো।

গেল ১৬ ফেব্রুয়ারি থেকে ৪০তম বিসিএস সাধারণ ক্যাডারের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চার হাজার ১৫০ জনের ভাইভা (মৌখিক পরীক্ষা) শুরু হয়।

এর আগে ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। লিখিত পরীক্ষায় ২০ হাজারেরও বেশি প্রার্থী অংশ নিলেও পাস করেন ১০ হাজার ৯৬৪ জন। এই বিসিএসে আবেদন করেছিলেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন। এর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন তিন লাখ ২৭ হাজার জন। প্রিলিমিনারিতে পাস করেছিলেন ২০ হাজার ২৭৭ জন। ২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

৪০তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে।