*মহাখালী, গাবতলী, সায়েদাবাদ টার্মিনালে থাকবে সিটি বাস
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: রাজধানীর সড়কে যানজট কমিয়ে জনস্বস্তি ফেরাতে ঢাকার বাইরে বিরুলিয়া, হেমায়েতপুর, কাঁচপুর, কেরানীগঞ্জ এই স্থানগুলোতে আন্তঃজেলা বাস টার্মিনাল করার কথা ভাবছে ঢাকা সিটি কর্পোরেশন।
বুধবার (২৩ ডিসেম্বর) সকালে সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন শেষে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকায় আন্তঃজেলা কোনো বাস প্রবেশ করতে দেয়া হবে না। আর মহাখালী, গাবতলী, সায়েদাবাদ এই তিনটি টার্মিনালে থাকবে সিটি বাস।
তিনি জানান, এ কাজের মূল পরিকল্পনায় আগামী বছর হাত দেয়া হবে।
আগামী ১ এপ্রিল থেকে চালু হতে যাওয়া কেরানীগঞ্জের ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত বাস সার্ভিস এর রুট পরিদর্শন করেন মেয়র।
এমন উদ্যোগের কথা জানিয়ে ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, বিরুলিয়ার বাটুলিয়া, হেমায়েতপুরের জাদুরচর, কেরানীগঞ্জের টেগোরিয়া ও কাঁচপুর, এই ৪টি স্থানকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।