Home আন্তর্জাতিক ৪ জুলাই ‘ভাইরাসমুক্ত দিবস’ পালন করবে যুক্তরাষ্ট্র

৪ জুলাই ‘ভাইরাসমুক্ত দিবস’ পালন করবে যুক্তরাষ্ট্র

বিজনেসটুডে২৪ ডেস্ক

৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। একই দিনে এবার ‘ভাইরাসমুক্ত দিবস’ পালন করতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

নিজ ভাষণে ৪ জুলাইকে আমেরিকানদের জন্য করোনাভাইরাসমুক্ত দিবস হিসেবে চিহ্নিত করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিবিসি এই সংবাদ জনিয়েছে।

এব্যাপারে বাইডেন বলেন, এটি করা সম্ভব হবে, যদি দেশের জনগণ ভ্যাকসিন পেয়ে যায়।

সামনের ১ মে’র মধ্যে দেশের সব রাজ্যের প্রাপ্ত বয়স্কদের করোনা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার জন্য নির্দেশ দেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রে বর্তমানে বয়স্ক ও স্বাস্থ্যঝুঁকিতে আছেন এমন নাগরিকদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

বাইডেন বলেন, আমরা যদি একত্রে চেষ্টা করি, ৪ জুলাই পরিবার, বন্ধুবান্ধব সবাই মিলে ঘরের বাইরে স্বাধীনতা দিবস উদযাপন করতে পারবো। এমন একটি ভালো সুযোগ আছে। শুধু তাই নয়, এদিন আমরা একই সাথে ভাইরাসমুক্ত দিবসও পালন করবো।

তার বক্তব্যটি এমন সময় এসেছে, যখন গেল বছরের মার্চে যুক্তরাষ্ট্রে করোনাকে মহামারী হিসেবে চিহ্নিত করা হয়। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৩ হাজারের অধিক মানুষ ও আক্রান্ত প্রায় ৩ কোটি।

গেল বছরের এসময় যুক্তরাষ্ট্রের সব বড় খেলা বাতিল করা হয়, অভিনেতা টম হ্যাঙ্কসসহ অনেক বিশিষ্ট ব্যক্তির দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়।দেশে আরোপ করা হয় স্বাস্থ্যবিধির ওপর কড়াকড়ি। এরপর যুক্তরাষ্ট্র প্রশাসন ইউরোপের সঙ্গে সকল যোগাযোগ স্থগিত করে।