Home Second Lead ৪ মে’র মধ্যে ডেলিভারি নিলে বন্দরের স্টোর রেন্ট মওকুফ

৪ মে’র মধ্যে ডেলিভারি নিলে বন্দরের স্টোর রেন্ট মওকুফ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: জাহাজ ও কন্টেইনার জট সারাতে আরও ব্যাপক উদ্যোগ নিলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আটকে থাকা পণ্য ৪ মে’র মধ্যে ডেলিভারি নিলে সমূদয় স্টোর রেন্ট মওকুফ ঘোষণা দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার এ ব্যাপারে আদেশ জারি করেছে বন্দর কর্তৃপক্ষ।

অফডকে সব পণ্যের কন্টেইনার স্থানান্তরে জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদনের পরপর বন্দর কর্তৃপক্ষের এই সুবিধার ঘোষণায় জট নিরসনে দ্রুত সুফল মিলবে বলে আশা করা যাচ্ছে।

স্টোর রেন্ট কেবল মাত্র তৈরি পোশাক শিল্পের কাঁচামালে মওকুফের সুবিধা দিয়ে সোমবার আদেশ জারি করেছিল বন্দর কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হন অন্যান্য পণ্যের  আমদানিকারকরা। বিষয়টি নিয়ে মঙ্গলবার তারা রাজধানীতে বাণিজ্য মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন পর্যায়ে কথা বলেন। অবহিত করেন যে শুধুমাত্র পোশাক শিল্পেরে কাঁচামালে স্টোর রেন্ট মওকুফের সুবিধা দিয়ে বন্দর পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে তেমন সুফল মিলবে না। প্রয়োজন সব আমদানিকারককে একই সুবিধা দেয়া। এসব প্রেক্ষাপটে নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বন্দর কর্তৃপক্ষ সব আমদানিকারককে একই সুবিধা দিযে মঙ্গলবার অফিস আদেশ জারি করেছে।