Home Second Lead ৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনের উপনির্বাচন

৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনের উপনির্বাচন

বিজনেসটুডে২৪ ডেস্ক

সিলেট-৩ আসনের উপনির্বাচন ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

সোমবার নির্বাচন কমিশন সভা শেষে তিনি এ তথ্য জানান।

সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে সভা হয়।

গত ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু এর একদিন আগে আদালতের আদেশে ভোট স্থগিত করা হয়।

ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, আদালতের বাধ্যবাধকতা মেনে সিলেট-৩ উপনির্বাচন ৭ সেপ্টেম্বরের মধ্যে করতেই হবে। এ জন্যে ৪ সেপ্টেম্বরের উপনির্বাচনের তারিখ পুননির্ধারণ করেছে ইসি।

তিনি জানান, নির্বাচনী প্রচার চালানো যাবে ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২ সেপ্টেম্বর সকাল ৮টার আগ পর্যন্ত।

ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার জানান, ডিসেম্বরের মধ্যে নারারণগঞ্জ সিটি করপোরেশন, পৌরসভা, ইউপি, জেলা পরিষদসহ অন্যান্য নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কমিশন সভায় এ বিষয়ে আলোচনা হবে।

করোনাভাইরাস সংক্রমণের উর্ধ্বগতির মধ্যে সবশেষে ২১ জুন ভোট প্রথম ধাপে ২০৪ ইউপির নির্বাচন হয়। এসময় ১৬৭ ইউপির নির্বাচন স্থগিত রাখা হয়।

সোমবার কমিশন সভায় সব আটকে থাকা ভোট ডিসেম্বরের মধ্যে করার সিদ্ধান্ত হয়েছে।

এর মধ্যে রয়েছে- খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার ও নোয়াখালীর ১৬৭ ইউপি এবং ৯টি পৌরসভা।